পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৩৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সধবার একাদশী 'GN কেন । এই জন্তে কলিকাতায় আসতে ইচ্ছে করে না— হাকিম দেখে তোমরা একটু ভয় কর না, আমার আরদালিকে গলা টিপে তড়িয়ে দিলে—আমার সাক্ষাতে আমায় ঘটিরাম বলচে । মপোস্বালে আমরা কারো বাড়ী গেলে উচু আসনে বসি— নিম । যুবরাজ অঙ্গদের ন্যায় । কেনা । আমার আরদালিকে কত মান্ত করে— নিম । ঘটিরাম ডেপুটি সেলাম ! অট। ঘটিরাম নামটি পেলে কোথ ? কেন । ভাই, বাঙ্গালী হাতের লেখা, পড় বড় কঠিন— আমি এক দিন মুচিরাম ফরিয়াদির নাম পড়তে ঘটিরাম বলেছিলুম, আমার আরদালি, ঘটিরাম ফরিয়াদি হাজির ? ঘটিরাম ফরিয়াদি হাজির ? বলে ফুক্রাতে লাগলে, কিন্তু কেউ হাজির হলো না, আমি ভারি কড়া হাকিম, তখনি ঘটিরাম ফরিয়ার্দীর মোকদ্দম খারিজ ক’রে দিলুম, তার পর মুচিরাম ফরিয়াদি, সে ব্যাটা সেইখানেই ছিল, বল্যে—ধৰ্ম্ম অবতার, এ মোকদ্দমা আমার. আমি বল্যেম, তুমি বড় বঙ্গাৎ, যখন ঘটিরামের ডাক হলো, তখন কেন তুমি হাজির হলে না, সে বল্যে, তার নাম মুচিরাম, ঘটিরাম নয়— অট। তুমি মুচিরামে ঘটিরাম পড়লে কেন ? কেন । আমরা বাঙ্গাল খবরের কাগজ জলের মত পড়তে পারি, কিন্তু ভাই, মপোস্বালে গিয়ে দেখলেম, হাতের লেখা সেরূপ নয়, ব্যাটার মু লেখে ঘয়ের মত, চ' লেখে টয়ের মত, তাইতে ভুল হলো । - নিম । তবে ঢলয়ে এসেছ ? কেন । ঢলাবো কেন ? আমি খুব সপ্রতিভ, হাকিমও খুব কড়া—পেক্ষার বল্যে, ধৰ্ম্ম অবতার, ঘটিরাম নাম নয়, মুচিরামই ওর নাম—আমি মুখ ভারি করে বল্যেম, তোম চুপ