পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৩৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দীনবন্ধু-গ্রন্থাবলী واعا রও,আর বল্যেম, মুচিরাম কখন নাম হ’তে পারে না, মুচিরাম যদি নাম হয়, তবে কেন বামনরাম নাম হক না ? কায়েতরাম নাম হক না ? তার মোকদ্দমাটি গ্রহণ কল্যেম, কিন্তু যে লিখেছিল, তার চসমনামাই হলো । অট । আর সেই দিন হ’তে তোমার নাম হলো ঘটিরাম । কেন । আমার সাক্ষাতে কেউ বলতে পারে না—পাগল ব্যাটারা আমার নাম রেখেছে ঘটরাম ডেপুটি, আমার কাছারি আসতে হ’লে বলে, ঘটিরামের কাছারি যাচ্চি । আমি কাছারিতে ইস্তেহার লটুকে দিলেম, যে ঘটরাম বলবে, তার মেয়াদ দেব— নিম । কোন ধারা অনুসারে ? কেন । আমরা হাকিম, যে ধারা খাটাতে ইচ্ছে করি, সেই ধারা খাটাতে পারি । এক দিন এক জন মোক্তার মোকদ্দমায় হেরে যাওয়াতে আমায় বল্যে, “কেবল হাকিম, যা খুসি তাই কত্তে পারেন”—আমার ভারি রাগ হলো, ভাব লেম, কাছারির মাজখানে আমাকে কেবল হাকিম বল্যে, তৎক্ষণাৎ কনটেমটো আফ, কোর্ট ব’লে তার জরিবান কল্যেম—সে বল্যে, ধৰ্ম্ম অবতার, অপরাধ কি ? আমি বল্যেম, তুমি আমাকে কেবল হাকিম বলেছ— অট । কেবল বুঝি বোকাটে ? কেন । না হে না, কেবল মানে মহাশয়, পেস্কার আমায় ব’লে দিলে, তা কিন্তু আমি তখন বিশ্বাস কল্যেম না, আমি ভারি কড়া হাকিম, আমলার কোন কথা শুনি না । fan “You are one of those, that will not serve God, if the devil bid you. Coint: To affain ডেপুটি কটি আছে ? কেন । ঘটরাম আর কারো কপালে ঘটে নি—ঘটিরামে আমার মান বেড়ে গেল, সকলে বল্যে, ইংৱিজিতে যারা খুব লায়েক, তারা বাঙ্গালা ভাল জানে না ।