পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৩৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৮ দীনবন্ধু-গ্ৰস্থাবলী নিম । তবে আমি ঘটিরাম ডেপুটি মীন করে তোমাকে শাল বলি। তুমি মদ্য পান করবে না কেন ? কেন । আমি কখন খাই নে ! ভোলা । ইটু সার, ঈট সার— নিম । তোমার কি প্রেজুডিস আছে ? কেন । আমার প্রেজুডিস কিছু নাই, আমাকে ব্রাহ্মসমাজের সম্পাদক করেছে— নিম । একটু মদ খাবে না কেন ? কেন । হিন্দুদের কাছে তা হ’লে বড় মিথ্যা কথা বলতে হয়। নিম । তুমি মুরগি খাও ? কেন । আমার প্রেজুডিস নাই, কিন্তু মুরগি খেতে আমার বড় ভয় করে— fax Arrant coward. Sigozzio Cototo বিস্কুট খাও ? কেন । কোন তাড়কেশ্বর ? নিম । ভাল ঘটিরাম ! মুসোলমানের দোকানের বিস্কুট, যারা তাড়কেশ্বরের দাড়ি রেখেছে । কেন । এক দিন দু দিন খাই । নিম । তাতে মিথ্যা বলা হয় না ? কেনা। আমার ত প্রেজুডিস নাই, আমাকে পেড়া পিড়ি কেন ? হিন্দুরা আমায় নিন্দে করবে, সেই ভয়তে আমি কিছু করি নে । নিম । তুমি বিদ্বান ব্যক্তি, মস্ত একটা হাকিম, কালেঞ্জে অনেক কাল পড়েছ, ব্রাহ্ম হয়েছ, তোমার কিছুমাত্র প্রেজুডিস্ নাই, আচ্ছা আমাদের অনুরোধে একটু মদ গালে দাও, অধৰ্ম্ম হবে বলতে পার না, কারণ, তোমার প্রেজুডিস নাই—আর যদি আমার অফর গ্রহণ ন ক’রে আমাকে ইন্সলট কর, থামের গায় যটি আচড়ে ভাংবে।–