পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৩৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সধবার একাদশী 19ఫి কেন । অটল বাবু, আমি বাড়ী যাই-আরদালি ! আরদালি ! ডেপুটি মাজিষ্ট্রেটের আরদালি ওখানে আছে ? অট । ব’স না—তোমার যদি প্রেজুডিস না থাকে, তবে একটু খাও । তা নইলে ওর বড় অপমান হয় । নিম । বাব, কলেজে পড়ে বিদ্বান হয়েছ, ইংরিজি এটকেট শিখেছ, একজন জেণ্টেলম্যানের অফরটি ত্যাগ করা উচিত নয় । কেন । আমি মহাশয় আঙ্গুলে ক’রে একটু গালে দিই— ( অঙ্গুলী দ্বারা তুখে মদ্য দান ) fan Thank you coil rifon, Much obliged ঘটরাম ডেপুটি । অট । আঙ্গুল উচু ক’রে রয়েছ কেন ? কেন । না, না—ঐ অঙ্গুলটো দিয়ে মদ ছুইচি, ওটা বাড়ী গিয়ে ধুতে হবে। ভোলা । ফিংগার সার, ওয়াশ সার, প্রেজুডিস সার, ফিয়ার সার। নিম । তোমার সম্পূর্ণ প্রেজুডিস আছে—তুমি ব্রাহ্মসমাজের মেম্বর হ’লে কেমন ক’রে ? কেন । আমি প্রত্যহ সকালে উপাসনা করি, তার পর অদ্য কৰ্ম্ম করি । 尊 নিম । আচ্ছ। বাবা, ব্রাহ্মধৰ্ম্মের তুমি বুঝেছ কি ? কেন । আমি সমাজের সম্পাদক, আমি আর কিছু বুঝতে পারি নি । নিম । আচ্ছা বাবা, তুমি ব্রাঙ্গী, সত্যবাদী, জিতেন্দ্ৰিয়, বিদ্বান, হাকিম, সহস্ৰ সহস্ৰ লোকের প্রাণ তোমার হাতে, তোমাকে আমি একটি প্রশ্ন করি, তুমি তার যথার্থ উত্তর দাও— কিন্তু বাবা ধৰ্ম্মত বলতে হবে। কেন । আমি মহাশয়, মিথ্যা কথা কখন বলবো না, মিথ্যা