পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৩৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 দীনবন্ধু-গ্রন্থাবলী নিম । তোমাকে যদি পাচ দিন আমি দখল পাই, তা হ’লে আমি ফরচুন ক’রে নিতে পারি। অট । কেমন ক’রে ? নিম । গড়ের মাঠে, মনুমেণ্টের কাছে একখানি ঘর তৈয়ার করি, তার ভিতরে ডেপুটি বাবুকে রেখে দিই, তার পর ছাপ য়ে দিই, মপোস্বাল হতে শামল মাথায় দেওয়া এক আশ্চর্য্য জানয়ার এসেচে, গড়ের মাঠে অবস্থিতি—বুড়োর এক এক টাকা, ছেলের আট আট আনা, মেয়েরা ওমনি— অট । মেয়ের। ওমনি কেন ? নিম । তারা কি ও পোড়ার মুখ কড়ি দিয়ে দেখতে আসবে ? কেন । মপোস্বালে আমি শামল মাতায় দিয়ে পাইচালি করি আর মেয়ের একদৃষ্টে চেয়ে থাকে, এক এক জন ষ্টাসে– নিম । আপনি কি বলেন ? কেন । আমি বুঝি হাকিম হয়ে তাদের সঙ্গে কথা কবে, তা হলে যে লোকে আমায় হাল্ক বলবে, যদি আমি মেয়েমানুষদের সঙ্গে কথা কই, তা হলে যখন এজ লাসে বসে ফয়সাল করবে, তখন যে লোকে মনে মনে বলবে, “হাকিম শালা বড় লম্পট ।” অট। তুমি ইংরিজিতে ফয়সাল লেখ, না বাঙ্গলায় লেখ ? কেনা। ইংরেজিতে লিখি। নিম । সাহেবরা বুঝতে পারে ? কেন । সাহেবরা ইংরিজি বুঝতে পারবে কেন, আপনিই কেবল ইংরিজি বুঝতে পারেন ? নিম । আচ্ছা বাবা, তুই যে বড় ইংরিজি ইংরিজি কচ্চিস, একটা তরজমা কর দেখি ? কেন । যা বলবে, আমি তাই তরজমা কত্তে পারি— কালেক্‌টার সাহেব আমাকে কত কাগজ দেন তরজমা কত্তে । নিম । আচ্ছা কর দেখি-ভাত্র মাসের কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে শ্ৰীকৃষ্ণ দৈবকীর গন্ত্রে জন্মগ্রহণ করিলেন—এর ইংরিজি