পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৩৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সধবার একাদশী 8や কর দেখি বাবা, বিদ্যা বোঝা যাবে এখন—কি বাবা, বাগ দেখলে নাকি ? কথা নাই যে । কেন । আর একবার বলুন । নিম । ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্ৰীকৃষ্ণ দৈবকীর গৰ্বে জন্মগ্রহণ করিলেন—বাবা, এ তোমার হলোপ পড়া নয়, এতে বিদ্যা চাই । কেন । আমি যখন তরজমা করি, তিন চার খান ডিক্সোনারি নিই আর এক একটা কথা মত্ৰজ্জমকে জিজ্ঞাস করি—এখানে বসে এ তরজমা কত্তে পারি নে । ভোলা । আই ডু ক্যান সার—ডু সার ? সান ইন্‌ল ডু সার ? অট। করতে জামাই বাবু, তুমি যদি ঠিক কন্তে পার, তোমাকে আমি ডেপুটি বাবু করে দেব—ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্ৰীকৃষ্ণ দৈবকীর গৰ্ত্তে জন্মগ্রহণ কলোন । ভোলা । ইন্‌ দি মানথো অগষ্টে সার— নিম । তুই যদি সার বলবি, তবে তোকে অ’মি ঘটিরাম করবো । ভোলা ৷ ইন্‌ দি মানথো আগষ্টে, আন্‌ দি ব্ল্যাক এইট, ডেজ, কিষেণ জি টেক বার্থ ইন্‌ দি বেলী আফ, দৈবকী— নিম । বাহবা জামাই বাবু— ভোলা । সার নট সে সার— কেন । আবার বলে দেখি ? ভোলা। ইন্‌ দি মানথো আগষ্টো, আন দি ব্ল্যাক এইট ডেজ কিষেণজি টেক বার্থ ইন্‌ দি বেলী আফ দৈবকী । ঘটিরাম ডেপুটি নটু ক্যান সার। কেন । কৃষ্ণপক্ষের অষ্টমী বুঝি ব্ল্যাক এইট ডেজ ? তা তো হতে পারে না ।