পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৪০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Qも* দীনবন্ধু-গ্রন্থাবলী বৈদি । সেনারাম অতি সুশীল, বিলক্ষণ বিজ্ঞতা জন্মেছে, মুখে থাক । - জীব । তুই কলকাতায় বসে বসে কোন কাজ ত করিস নে, তোকে আমার সঙ্গে যেতে হবে—তুই যাবি, বউম যাবেন, গিন্নি যাবেন, আর ভট্টাচাৰ্য্য মহাশয় যাবেন— অট । কোথায় ? - জীব । কাশী । অট । আমায় কিন্তু দশ হাজার টাকা দিতে হবে । জীব । তুই যদি আমার কথার বাধ্য হস, তুই যত টাক। চাস আমি দিতে পারি। অট । আমি ত বলচি যাব । বৈদি। তবে আপনার অটল বাবুকে অবাধা বলেন কেন ? জীব । আপনি একটা ভাল দিন দেখে দেবেন । বৈদি। পরশ্ব উত্তম দিন আছে । অট। পরশু আমি যেতে পারবে না। জীব । কেন ? আট । একখান ষ্টীমার ভাড়া কত্তে হবে। জীব। ষ্টীমারের প্রয়োজন কি ? রেলের গাড়ীতে যাব । আট। রেলের গাড়ীতে আমার যাওয়া হতে পারে না । জীব । কেন ? অট । কারণ আছে । জীব । কি কারণ আমার কাছে বল । অট। আমি আপনার সুমুখে সে কথা বলতে পারবে না । জীব । রেলের গাড়ীতে স্বচ্ছন্দে যাব, দু দিনে গিয়ে পৌছবো। রেলের গাড়ীতে গেলে তোর কি হয় ? অট। আমি গোকুল বাবুর কাছে বলি। গোকু । আচ্ছা বলে । - অট । ( চুপি চুপি ) রেলের গাড়ীতে কাঞ্চনের মাতা ধরে ।