পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৪০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সধবার একাদশী SY বর দেন, যেন ভস্মজা বোতলম্বন্দরী আমার সহধৰ্ম্মিণী হন ; মা, দুঃখের কথা বলবে কি, অদ্যপি আমার হাতের জল শুদ্ধ হয় নি ; আমার যেটি প্রধান গুণ, লোকে সেইটি প্রধান দোষ বিবেচনা করে, আমি র খেতে পারি বলে আত্মশ্লাঘা করি, লোকে মাতাল বলে নিন্দে করে । জননি, কলিকাতায় লোকে গুণ দেখে না ; কেবল বিষয় গোজে, মা আমি চুকলি কচ্চি নে— কলিকাতার লোকে স্বর্ণখুবে-গদ ভকে কন্যাদান করবে, তবু সদগুণবিশিষ্ট বিষয়হীন স্থপত্রিকে মেয়ে দেবে ন—ম, হস্তিমুখ অটল ছাগলের বিবাহ হয়েছে, আর অধিক আপনাকে কি পরিচয় দেব । জনমি, আমি যেমন ভীম, বোতল চারুহাসিনী আমার তেমনি হিড়িম্ব, এক্ষণে এই বর দিয়ে যান, যেন উনি আমার হৃদয়ে বিহার করে কোট সিপের মধ্যে ঘটোৎকচের উস্তুপ করেন— কি অনুমতি হয় ? আহ “তথাস্তু” শব্দটি মায়ের মুখ হতে যেন কমলামধু পতিত হলে— অন্তৰ্দ্ধান হলেন, আহ ! যা হক বেটীকে খুব ফাকি দিইচি, অামাব বিয়ে হয়েচে, ত ফাকি দিয়ে বিয়ের বব নিইfচ । ( ব্রাণ্ডিব বো তলেব প্রতি ) হৃদবিলাসিনি, তোমার চিন্তা কি ? তুমি সতনে পড়লে বটে, কিন্তু তোমার সপত্নীর যন্ত্রণ ভোগ কত্তে হবে না ; তুমি আমাৰ স্বয় রাণী, আমি অহৰ্নিশি তোমার অধর দুধ পান করবে, ভুলেও তোমার সতীনের কাছে যাব না । আহা ! ছোট রাণীর কি রূপলাবণ্য — গোলাঙ্গিনি, শ্যামবরণ, লম্ব গ্রীব, বক্ষঃস্থলে ভাবি পয়েধিরথর কি মনোহর | প্রণয়িনী প্রৌঢ় হলে দেশে আর লোক রাখবেন ন—“অমৃতং বলে ভাগি তং” অীমাব মুখেব উপব মুখ রেখে একবার কথা কও তো । ( বোতলে মুখ দিয়া মদ্যপান ) বলতে কি, বড় রাণীর অধর চুম্বন করে থুথু খেয়ে মরিচি, লোকলজ্জাভয়ে মাগীর তামাকপোড়ামাখ পুথুগুলোকে স্বধ। বলিচি, কিন্তু ছোট রাণীর মুখামৃত প্রকৃত অমৃত, যেন এখনি সাগর হতে উঠলো। Ye