পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৪০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সধবার একাদশী یف J. নকুলেশ্বর এবং বয়স্তচতুষ্টয়ের প্রবেশ নকু কি হে ? কি হে ? - রাম। নিমে হালা গলা ধর্য পৃষ্টে চর মারচে । নকু। তাইতে এত চীৎকার, আমি বলি বামে ধরেছে। কেনারাম এবং আরদালির প্রবেশ নিম । ডেপুটি বাবু, তুমি শামলা মাতায় দিয়ে এসেচ বেশ করেছ, তোমার কোটে আমার এক মোকদম আছে—আরদালি খুড়ে, তুমি আগয়ে এস, ঘটিরাম ফরিয়াদী হাজির বলে চেচাও । স্ববিচার কত্তে হবে বাবা । কেন । কি মোকদমা মহাশয় ? নিম । এই বাঙ্গাল ব্যাটা আমার বিবাহিত স্ত্রীর ধৰ্ম্ম নষ্ট করেছে । কেন । আপনার স্ত্রীর কনসেন্ট ছিল ? নিম । স্ত্রীর কনসেন্টের কথা কেন জিজ্ঞাসা কচ্চেন ? কেন । তা নইলে সাজার যোগ্য কি না কেমন করে জানবো । নিম । আচ্ছ। আমি স্বীকার কলুম স্ত্রীর কনসেন্ট ছিল । কেন । তা হলে উনি বেক স্বর খালাস পাবেন, না হয় কিছু জরিমান করা যাবে— আরদালি, তোর মনে আছে, এমনধারা মোকদ্দমায় মাজিষ্ট্রেট সাহেব কি করেন ? আরদ । ধৰ্ম্ম অবতার, আমি মোকদমীর কথা শুনি নি । নিম । ঘটিরাম ডেপুটি, আর বিদ্যে খরচ কত্তে হবে না, হবেচন্দ্র রাজার গবোচন্দ্র মন্ত্রী, কেবল হাকিমের গাইড হচ্চেন আরদালি খুড়ে—বাব, যদি জিজ্ঞাস করবের আবশ্যকতা হলো, তুমি কেন নকুল বাবুকে জিজ্ঞাস কল্যে না, আরদালির কাছে রিফার করে কেন লোক হঁ{সালে ? কেন । ও অনেক দিন কাছারিতে কৰ্ম্ম কচ্চে ।