পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৪০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ჯ8 দীনবন্ধু-গ্রন্থাবলী কাঞ্চনের প্রবেশ নকু। নিম চাদ, দেখ দেখি তোমার মাসী এলো কি না ? কাঞ্চ । মাইরি ভাই, আমি কেবল তোমার অনুরোধে এলেম, আদুরে ছেলে, আমায় ভাই ঘরের মাগ বরে তুলেছে, কারো কাছে যেতে দেয় না। ওর মায়ের জন্তে আমি ভাই এত সহ করি। আমি যদি কারে সঙ্গে কথা কই, ব্যাটা ওমনি মায়ের কাছে গিয়ে কঁদে, তিনি আমায় ডেকে পাঠান, কত মিনতি করেন—তাইতে ভাই বাগানে আসা ছেড়ে দিষ্টচি । নকু। ভক্তের উপায় ? নিম । তুলসীদাম । কেন - সাজ হবে, সাজ হবে, অ্যাডলটরি কেসে কনসেন্ট থাকলেও মেয়াদ হবে । নিম । কি বাবা, কিছু পরে টস্থ করে রায় ফিরুলে না কি ? কেন । সে কথাটি আমায় কেউ বলতে পারবেন ন!— আমাকে একদিন ডাক্তার বাবু তার স্ত্রীর হাতের খিরেল, খাঞ্জ, নিমকি পাঠয়ে দিচ লেন, আর লিখে দিচ লেন, “Presents from my poor wife.” Alfa of so so, silä বলে পাঠালেম, আমি হাকিম হয়ে কারো দ্রব্য গ্রহণ করি ন— সেই অবধি ডাক্তার বাবু আমার সঙ্গে আর কথা কন না। নিম । আমি হলে তোমাকে লক্ষীবিলাস খাওয়াতেম । নকু। আমি হলে জুতোর বাড়ি মাত্তেম । কেন । কেন নকুলবাবু, আমি কি মন্দ করিছি— সকলেই বলো, ইনি ভারি বেরেওয়া হাকিম। নিম । তুমি ভদ্রলোকের যে অপমান করেছ, তোমার মুখ ows to ato—“Superstitious in avoiding superstition.” এর চেয়ে তুমি যদি সত্যি সত্যি ঘুস নিতে, সে যে ছিল ভাল ।