পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নীল-দপণ 之@ রেবতী । মাঠাকুরুণ, আর তো এখানে কেউ নেই—মুই তো বড় আপদে পড়িছি, পদী ময়রাণী কাল মোদের বাড়ী এয়েলেt— - সাবি । রাম রাম রাম, ও নচ্ছার বেটীকেও কেউ বাড়ী আসতে দেয়—বেটীর আর বাকি আছে কি, নাম লেখালেই হয় । রেবতী । মা, তা মুই করবে। কি, মোর তো আর ঘেরা বাড়ী নয়, মরদের ক্ষ্যাতে খামারে গেলি বাড়ী বল্লিই বা কি অণর হাট বল্লিই বা কি—গস্তানি বিটী বলে কি—ম মোর গাড। কাটা দিয়ে ওটুচে—বিটী বলে, ক্ষেত্রকে ছোট সাহেব ঘোড়া চেপে যাতি যাতি দেখে পাগল হয়েচে, আর তার সঙ্গে একবার কুটির কামরাঙ্গার ঘরে যাতি বলেচে । আহুরী। থু, থ, থু –গোন্দো! প্যাজির গোন্দে। — সাহেবের কাছে কি মোরা যাতি পারি, গোন্দো থু থু! প্যাজির গোন্দে। —মুই তো আর এক বেরোব না, মুই সব সইতি পারি প্যাজির গোন্দো সইতি পারি নে—থু, থু, গোন্দো । প্যাজির গোলেদ । রেবতী । মা, তা গোরিবের ধৰ্ম্ম কি ধৰ্ম্ম নয় ? বিট বলে, টাকা দেবে, ধানের জমি ছেড়ে দেবে, আর জামাইরি কৰ্ম্ম কর্যে দেবে—পোড়া কপাল টাকার । ধৰ্ম্ম কি ব্যাচুবার জিনিস, ন এর দাম আছে। কি বলবো, বিটী সাহেবের নোক, তা নইলি মেয়েনাতি দিয়ে মুখ ভেঙ্গে দেতাম । মেয়ে আমার অবাক হয়েছে, কাল থেকে ঝমকে২ ওটুচে । আহুরী । মা গো যে দাড়ি । কথা কয় যেন বোকা ছাগলে ফ্যাবা মারে । দাড়ি প্যাজ না ছাড়লি মুই তো কখনুই যাতি পারবে না, থু থু, থু ! গোন্দে, প্যাজির গোন্দো । W3