পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৪১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সধবার একাদশী Woo কেন । আমি যুস খাই নে । নিম । কেন ? কেন । লোকে নিন্দে করবে অব সাহেবেবী কৰ্ম্ম ছাড়য়ে দেবে । নিম । যুস খেতে তোমার প্রেজুডিস নাই ? কেন । যুসের আবার প্রেজুডিস কি, এ ত আর মদ নয় ? নিম। হেসে না বাবা, আমি জানি, হিন্দুর। যেমন প্রেজুডিস বশতঃ মদ খায় না, তেমনি অনেক হাকিম প্রেজুডিস বশতঃ ঘুস খায় না। তুমি লেখা পড়া শিখেছ, তোমাব প্রেজুডিস গিয়েছে, কেবল অৰ্দ্ধচন্দ্রেব ভয়েতে যুস খাও ন—তুমি সাধু পুরুষ, প্রেজুডিস ছেড়ে দিয়ে বেশ করেছ। নকু । আপনার বেশ্যালয় গতিবিধি আছে ? নিম । প্রেজুডিস নাই । কেন । আমি কখন বেখ্যালয় যাই না, ওতে পাপ হয় । কাঞ্চ । আমাব বাড়ীতে এক দিন গ্যtছলেন । কেন । আমি তখনি উঠে এচ লেম । কাঞ্চ ৷ উঠে এচলে, না ইচ্ছে তাড় য়ে দিয়েছিল । নিম । বাহব ঘটিরাম—বাবা ডুব দিয়ে জল খেলে গলায় বাধে । নকু। . সত্যি সঙি গিয়েছিলে ? কাঞ্চ । এই আরদালি ব্যাটাকে সঙ্গে করে নিয়ে গিচ লেন— আমি ভাই বসে রইচি, আরদালি সঙ্গে কবে এই মূৰ্ত্তি এসে উপস্থিত ; সে দিন আবদলি খুড়ে চাপরাসখানি ইটের গুড়ে দিয়ে ঘসে ঘসে ফরসা করে এনেছিলেন। আমার দাসী জিজ্ঞস কলো, কি চাও গা ? আরদালি খুড়ে ওমনি গোপে চাড়া দিয়ে বলেন, “ইনি ডেপুটি মাজিষ্ট্রেটু, এইখানে আজ থাকবেন।” ইচ্ছে হাসতে হাসতে শামলার উপর হুকোর জল ঢেলে দিলে, বাবু ভিজে বাদরের মত আস্তে আস্তে উঠে গেলেন।