পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৪১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

龜 সধবার একাদশী \gፃ কেন । সাধু সাধুনী । নিম । কছু কদুনী । কেন । আচ্ছ। তবে আপনি বলুন । নিম । সাধু সাধবা, তেমনি বাবু বাববী, তোমার উচিত কাঞ্চনকে কাঞ্চন বাপবী বলা । আমরাও আগে বাদবী বলতেম, এখন বন্ধুত্ব হয়েছে, তাই শুধু কাঞ্চন বলি । নকু। দেখলে বাব কলিকাতায় থাকার গুণ, একটা নতুন কথা শিখে গেলে । নিম । শামল মা তায় দিয়ে সমনজরি কলেjই বিষ্ঠা হয় না । কেন । আমি জেলায় স্কুল করবের জন্য কত টক র্চদ দিইচি । নিম । দিয়েছ, ন শুধু সই করেছ ? অনেক ব্যাট গৌরবপ্রিয় গোবরগণেশ আছে, সই করে, কিন্তু টাকা দেয় না । কেন । আমি মহাশয় এমন পাজি নই যে, সই করবো তা আবার দেব ন—কাঞ্চন বাবিব ! তোমার অনেক বিষয় আছে, তুমি অনেক টাকা করেছ, তোমার পুত্র কন্য। নাই, তোমার উচিত একটি দরিদ্রতারণ বিদ্যালয় করে যাওয়া, যাতে তোমার নাম করে গরিবের ছেলের অনায়াসে পড়তে পারে । কাঞ্চন । আমি বাবু টাকা কোথা পাব ? কেন । না বাবিব, তোমার অনেক টাকা আছে বাবিব, তুমি একটি দরিদ্র তারণ বিদ্যালয় স্থাপন করে যাও, অনেক গরিবের ছেলে প্রতিপালন হবে । নিম। আমি দরিদ্র তারণ বিষ্ঠালয় স্থাপন কত্তে বলি না। কেন । আপনি কি স্থাপন কত্তে বলেন ? নিম । লম্পটতারিণী আডড|--যাতে কাঞ্চনের নাম করে উপায়হীন লম্পটের অনায়াসে নিস্তার পাবে। কেন । তাতে থাকৃবে কি ?