পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৪১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দীনবন্ধু-গ্রন্থাবলী مولوي নিম । মদ, চরস, গাজা, গুলি, গুল, হু কে, কলকে, আর— তোমার ভাল করুন গে— “অহল্যা দ্রৌপদী কুন্তী তারা মন্দোদরী তথা । পঞ্চ কম্ভা: স্মরেন্নিত্যং মহাপাতকনাশনং ” নকু। এর একটা কমিটি ফরম কত্তে হবে । নিম । কমিটির হাতে দিও না, দিও না, দিও না, বহুবারস্তে লঘুক্রিয়া হয়ে পড়বে । কাঞ্চ ৷ নকুল বাবু, আমি ভাই বাড়ী যাই— নকু। সে কি ? নিম । মেসো মহাশয়ের অস্বের সময় হয়েছে, মাসীর প্রাণ আন্‌চন্‌ কচ্চে । কাঞ্চ । এখানে এলে সে ভাই ভারি রাগ করে । রাম । ঠাহাতে দিইচে, হাবলি বানায়ে দিইচে, ওলোঙ্কার দিইচে, পরের বাগানে যাবার দেবে ক্যান ? ( নকুলের প্রতি ) আমার বাগাদরী কি পরের লগে যায়, কওদি বাইডি ? নকু। কেনারাম বাবু রামমাণিক্যের সহিত আলাপ করুন । কেন । আপনার নিবাস কোথ ? রাম | পদ্মার পর । প্র, বয়স্য । তাতে মহাশয় বুঝবো কি ? মালদহ হতে পারে, রামপুর হতে পারে, ঢাকাও হতে পারে । কেন । জেলা বলুন না ? - রাম। ডাহার জেলা, বিক্রমপুর পোরগণ, নেবাবগঞ্জের থান, আমার পুতি দশ আনির মুক্তারকার, বোবানীপুর বাস, আমি স্বল্প দিন আস্চি– - কেন । এই বার আপনি বেশ বলেছেন । রাম মোশার নাম ? কেনারামের কানের নিকটে নিমৰ্চাদের পরামর্শ দেওন কেন । ভাগ্যধরীর ভাগ্যধর ।