পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৪১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সধবার একাদশী “4) বলে এইচি, বলিস আমি গোলাপীব-মেয়ের দ্বিতীয়ে বিয়ে দেখতে গেছি— নিম । বাপের বিয়ে দেখয়ে দেবে এখন । সকলের প্রস্থান দ্বিতীয় গর্ভ{ঙ্ক কাসারিপাড়। অটলের বৈটকখান কাঞ্চন এবং অটলেব প্রবেশ অট । তুমি কেন গেলে তা বলে, জানি, আমি তোমার স্বমুখে গুলি খেয়ে মরবো । কাঞ্চ । বিলক্ষণ রসিক হইচিস্, এমন কল্যে লোকে ষে ঠাট্টা করবে। এ ত আরো গৌরবের কথা, অটলবাবুর মেয়েমানুষ নকুল বাবুর বাগানে গিয়েছিল ; আবার তোমার বাগানে এক দিন নকুল বাবুর মেয়েমানুষ আসবে। অট। তার সাত পুরুষে কখন মেয়েমানুষ রেখেছে । শালা এত বড়মানুষ, তবু একটা মেয়েমানুষ রাখতে পারেন না, গান শুনবের নাম করে আমার জানীকে বাগানে নিয়ে যান । আমি তাকেও কিছু বলবে না, তোমাকেও কিছু বলবো না, আমি মাত কুটে মরবো—( দেয়ালে মাতাকুটন ) । কাঞ্চ । অটল, তুই পাগল হলি না কি ! আমি তো আব তোর ঘরের মাগ নই যে, বাগানে গিইচি বলে তোর মুখ ইেট ইবে । নিমে দণ্ডের প্রবেশ অট । ঘরেব মাগ বেরয়ে গেলেও আমার মুখ ষ্টেট হয় ন{— তুমি কেন গেলে তা বলে, তুমি আমায় ফাকি দিয়ে কেন গেলে তা বলে ?