পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৪১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সধবার একাদশী Գe নিম । তোমার স্বয়ম্বর নাগরকে বেতন দিতে হয়, না পেটভাত ? কাঞ্চ । অ৷ মরণ, আমার স্বয়ম্বর নাগর আবার কে ? নিম । খেতে বসে যার মুখে পায়েসের বাটি ধরেছিলে । অটল গলায় রুমাল বান্ধিয়া মোড় দিতে দিতে মুৰ্ছিত হুইয়া পতন কাঞ্চ । ও কি, ও কি, (গলার রুমাল খুলিয়া ) অটল ? অটল ! মুখ দিয়ে রক্ত পড়চে যে, মূচ্ছে হলো না কি ? ( ক্রোড়ে করিয়া অটলকে ধারণ ) - নিম । গোকুড়ে যশোদা কোড়ে দোড়ে নীড়মণি, আহা হু হু হু হু, গোকুড়ে যশোদা কোড়ে দোড়ে নীড়মণি, জাহ বেশ । কাঞ্চ । তোর সকল সময় তামাসা-অটল যে মরে, তুই দৌড়ে বাড়ীর ভিতর যা, মাকে ডেকে আন । নিম । আমি বাবা সব পারি, বড় মানষের বাড়ীর ভিতর যেতে পারি নে—মটন করে ফেলবে । কাঞ্চ । এই চোরা সিড়ি দিয়ে বাড়ীর ভিতর যা, শীঘ্ৰ মাকে ডেকে আন । নিম । বড়মানষের বাড়ীর ভিতর গেলে আর কি বেরোনো যায় ? কাঞ্চ । তুইতো ভারি মেমোখারাম, যা না । নিম । বড়মানষের বাড়ীর ভিতর যাওয়াও যে, কামরূপ কমিক্ষে যাওয়াও সে । কাঞ্চ । তবে তুই এখানে বস, আমি ডেকে আনি । কাঞ্চনের প্রস্থান নিম । ( অটলের মুখের কাছে বসিয়া গীত ) “ব্যাট বল কেটা তোর মাসী, মাসী মাসী করে ব্যাটা গলায় দিলি কঁাসি ।” আহা ! পিতা, আমি তোমার জ্যেষ্ঠ পুত্র শ্রাদ্ধাধিকারী, অন্তিম