পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৪২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*え দীনবন্ধু-গ্রন্থাবলী নিম । আচ্ছা বাবা, টাকা তোমার, ভোগ আমার— আনাড়ির ঘোড়া লয়ে অপরেতে চড়ে, ধনবানে কেনে বই, জ্ঞানবানে পড়ে । অট । আমি মেঘনাদবধ কিনিচি । নিম । আমি পড়বো । অট । আমার বড় ভাল বোধ হয় না । নিম । ওর ভালমন্দ তুমি বুঝবে কি, তুমি পড়েচ দাতাকৰ্ণ, তোমার বাপ পড়েছে দাশরথি, তোমার ঠাকুরদাদা পড়েছে কাশীদাস । তোমার হাতে মেঘনাদ, কাটুরের হাতে মাণিক— মাইকেল দাদা বাঙ্গলার মিলটন । তুমি বাবা মোগলের পোষাক কল্যে কি ঘরে বসে থাকতে ? - অট । ঘরে যদি মেয়েমানুষ পাই, তবে বাজারে যাব কেন ? নিম । কি বাবা, মেগের প্রতি সদয় হলে না কি ? অট। মাগ বই বুঝি আর ঘরে মেয়েমানুষ নাই ? নিম । সকলি মেয়েমানুষ ] . -- .. অট । তুই একটু বস, এখনি গোকুল বাবুর স্ত্রী এখানে আসবে। আমি সেই হিজড়াটাকে পাঠয়েছি, সে চোরা সিড়ি দিয়ে অনঙ্গ রঙ্গিণীকে ধরে আনবে । fan't “We have willing dames enough—” অট। আমাকে তুই গোকুল বাবু বলে ডাকিস । fan “Bloody bawdy villain : Remorseless, treacherous, lecherons, kindless vil lain !” অট । তোর আজ মদে এত অরুচি হয়েছে কেন ? ( মদ্যপান । ) থ একটু মদ খা । নিম । ( মদ্যপান করিয়া ) গোকুল বাবু। অট । কি বলচে ? নিম । তুমি গুওটার ছেলে, তুমি ভদ্র লোকের অপমান করেছ বাবা, তুমি ব্রাহ্মণের গলায় মরা সাপ দিয়েছ বাবা,