পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৪২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ե-8 দীনবন্ধু-গ্রন্থাবলী কুমুদিনীকে এনেচে যে, কি সৰ্ব্বনাশ !—নিমৰ্চাদ, নিমৰ্চাদ ! বড় খারাপ হয়েচে, বড় খারাপ হয়েচে, তাকে না এনে কুমুদিনীকে এনেচে– Coloss Any port in storm. রামধন রায়ের বেগে প্রবেশ রাম। অটল ব্যাট গেল কোথা ? তার মাতালের দলে তার যে জাত মালো—এই যে এক ব্যাটা—পাজি ( অটলকে ধরিয়া চৰ্ম্মপাদুকাঘাত ) অট । আমি, আমি, আমি— রাম । ভদ্র লোকের বাড়ীতে কি সর্বনাশ কল্পি বল দেখি, হারামজাদা, পাজি মাতাল—( কপোলে চপেটাঘাত মারিতে মারিতে কৃত্রিম দাড়ি পতনানন্তর অটলের মুখ প্রকাশ ) অট । বড় কাক আমি, বড় কাক। আমি ( চপেটাঘাত ) আমি অটলবিহারী—আমি কিছু জানি নে, নিমে করেছে, নিমে ও ঘরে কাপড় ছাড় তে গিয়েছে । - রাম । সেই ব্যাটাই আসল নষ্ট । 哆 রামধনের প্রস্থান অট । উঃ, রাগের মাতায় মেরেছে, বড় লেগেছে, উঠতে পারি নে, বাবা গো গেলেম ( রেদিন ) কুমু। তোমার গাল ফুলে উঠেছে যে । ( অঞ্চল দিয়া চক্ষু মুছইয়া ) তুমি কঁাদ কেন, আমার কপালে যা ছিল তা হলো । অট । তোমার দেষেই তো এটি ঘটলো— কুমু। অবাক, আমি কি কল্লেম, তুমি আমায় দেখতে পার না বলে আমি কি বেরয়ে যাচ্ছিলেম না কি ? আমার যেমন পোড়া কপাল, তোমার তেমনি বুদ্ধি । অট। তুমি গোকুল বাবুর স্ত্রীর ঘড়ি কেন কোমরে দিলে ?