পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৪৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সধবার একাদশী bళ{ কুমু। তিনি পরিবেশন কত্তে গেলেন, আমায় ঘড়িটে দিয়ে গেলেন । অট। তাইতে তো ভুল হলো । কুমু ও মা, কি সর্বনাশ ! তুমি কি ছোট খুড়ীকে ধরে আন্তে লোক পাঠয়েছিলে ? তোমার কি একটু বুদ্ধি নেই, তোমার কি একটু ধৰ্ম্মজ্ঞান নেই, তোমার কি মা মাসি জ্ঞান নেই—ছোট খুড়ী যে তোমার শাশুড়ী, শাশুড়ীও যে, মাও (研ー অট । তোমার আর লেকচার দিতে হবে না, তুমি আস্তে আস্তে বাড়ীর ভিতর যাও, উনি আবার আমার কাছে গিন্নীপন কত্তে এলেন । সৌদামিনীর প্রবেশ সৌদা । (স্বগত ) বাবা রে, সেই ঘর। ( প্রকাশে ) দাদা আমি সৌদামিনী, দাদ। আমি সৌদামিনী— অট । আ মলো লক্ষীছাড়া ছুড়ি, তুই আমায় কানা পেয়েছিস্ না কি ? কুমু দাদার গুণ দেখে অমন করে । সোঁদ । তুই বাড়ীর ভিতর আয়, মা কত কঁাচেন । কুমু যমের বাড়ী যাই । সৌদামিনী এবং কুমুদিনীর প্রস্থান অট । ভাল আপদে পড়িচি—মদ খেতে শিখে আমার এই সৰ্ব্বনাশ হলো—সব ছেড়ে ছুড়ে দিয়ে দিন কত কাশী যাই । নেপথ্যে । বাবা গিইচি, বাবা গিইচি, তোমার ভয়েতে আমি খাটের নিচেয় মুক্য়ে রইচি—একেবারে গিইচি, রাম বাবু ছেড়ে দাও, আমি অগস্ত্যযাত্র করি । 5