পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৪৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সধবার একাদশী - রাম। ব্যাট মদ খেয়ে জ্ঞানশূন্ত হয়েছে। fan To tell you the truth, Ram Baboo, you would make a capital professor of Moral philosophy. রাম । মদ খেয়ে উৎসন্ন যেতে চাস যা, এ কি ? অাজ পাঁচ জন ভদ্র লোকের পরিবার বাড়ীতে এসেছে, তুই ব্যাট মেয়ে সেজে বাড়ীর ভিতর গিয়ে বউ বার করে নিয়ে এলি ? নিম । Damnod lie. সম্পূর্ণ মিথ্যা কথা, আপনাকে কে বলেছে ? রাম। অটল বলেছে। fax “1 look down towards his feet—but that's a fable ; If thou be"st a devil, I cannot kill thee.” অটল, তোমার মাগ তুমি নিয়ে এলে বাবা, এখন আমার ঘাড়ে ফেলে দিচ্চে—রামবাবু, আমি কিছুই জানি নে মহাশয় । আমি কি এমন কাজ কত্তে পারি ? রাম । তবে কে করেছে ? নিম । সময় । সভ্যতার সহিত বিদ্যাভাবের উদ্বাহ হলেই বিড়ম্বনার জন্ম হয়। রামবাবু, চেপে যাও বাবা, Let bygones be bygones. “To mourn a mischief that is past and gone, Is the next way to draw new mischief on.” বিশেষ কোন দোষ দৃষ্ট হয় না, যেহেতু অটল স্বীয় সহধৰ্ম্মিণীর সহিত আলাপচারী করেছে, না হয় অটলকে স্ত্রৈণ বলে ঘৃণা করুন ; যদি বলেন আমার স্বমুখে এনেছে, তাতেই বা দোষ কি ? ভাবুন, আপনার উপযুক্ত ভাইপো সভ্যতার অনুগামী হয়ে তার হৃদয়প্রিয় বন্ধুর সহিত আলাপ করয়ে দিচ্চিলেন—Female emancipation is not a bad thing among gentlemen. রাম । আমি অবাক হুইচি, ব্যাটাদের অসাধ্য ক্রিয়া নাই ।