পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৪৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b-tյժ দীনবন্ধু-গ্রন্থাবলী নিম । রামবাবু, বড় বাধিত হলেম বাবা— রাম । তুমি বসে, আমি তোমার শ্রাদ্ধের আয়োজন করে আসূচি । নিম । ব্রাহ্ম মতে কত্তে হবে ; অনেক বৃষ পার করিছি, এখন আর বৃষ উৎসর্গ ভাল লাগবে না । রাম । সে ব্যবস্থা পুলিসে লওয়া যাবে। নিম । এইবার ফুলিসের মত কথা বল্যেন । কুলের কুচ্ছ বক্ত করা কাপুরুষের কাজ–একটু সূত্র পেলে যা কখন ঘটে নি, তা রইয়ে দেবে। আমি শপথ করে বলতে পারি, তোমাদের কুলের কোন কামিনীকে আমি কখন দেখি নি, কিন্তু তুমি যদি নালিশ কর, আমি বাড়ীর ভিতর গিয়েছিলেম, লোকে বলবে, ওদের বাড়ীর ছেলেগুলো সব নিমের মত-–I refer you to Sheridan's School for Scandal. রামধনের প্রস্থান অট। কি সৰ্ব্বনাশ ! নিম । ( অটলের বিরস বদন অবলোকন করিয়া ) । If thou beest he ; but O, how fallen how changed From him, who, in the happy roalms of light, Clothed with transcendent brightness, didst outshine Myriads though bright.” অট। তুই আর আমায় বিরক্ত করিস নে, তোরাই আমাকে মদ খাওয়াতে শেখালি, তাইতে আমার এই সৰ্ব্বনাশ হলে – তোকেও ভুগতে হবে। fox “——Now misery hath join'd In equal ruin.” s অট । আমি তোর মুখ আর দেখবো না—জুতোর চোটে আমার গাল জলচে, আমি মদ ছেড়ে দেব। নিম । যাবজ্জীবন, না যতক্ষণ জ্বলবে ?