পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৪৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সধবার একাদশী bys “—-Ease would recant; Wows made in pain, as violent and void.” অট । তোর আর ঠাট্ট কত্তে হবে না, তোর সঙ্গে মিশেই ত আমার এত অপমান হলো, তোকে আমি আর বাড়ীতে আসতে দেব না, বাবাকে বলে দেব, তুই আমাকে কু-পরামর্শ দিয়েছিলি । নিম । তুই যদি কিছুমাত্র লেখাপড়া জানতিস্, তোর কথায় আমি রাগ কত্তেম । তোর কথায় রাগ কল্যে মুখতার সম্মান করা হয়। কিন্তু আজ অবধি প্রতিজ্ঞা এই, সুরাপাননিবারিণী সভায় নাম লেখাতে হয় সেও স্বীকার, তোর মত অধমাত্মা পামরের সঙ্গে আর আলাপ করবে না । Not even for wine. অট। ওঁরা আমাকে মজালেন, আবার রাগ কচ্চেন। নিম । বাবা, আমি মদ খাই আর যা করি, তোকে বারম্বার বলিচি, রাত্রে কখন বাইরে থাকিস্ নে, আপনার ঘরে গিয়ে শুস্ । অট। আর তুমি কাঞ্চনের বাড়ীতে রাত কাটাও । নিম । তোমার বুদ্ধির পরিধিতে টাউন হালের থামে দুৰ্পেছ হয়। আপনি কাছে থেকে যেন রাত বাচালে, দিন বঁাচাবার উপায় কি, নকুলের বাগানের উপায় কি ? কাঞ্চনের সতীত্ব যেন চৌকি দিয়ে রক্ষা কলো, তোমার মেগের সতীত্ব বুঝি বাবার উপর বরাৎ ? ক্যাডাভরাস । ( শয়ন ) অট। বাবা এসে কত গাল দেবেন এখন, বলবেন মদ ধরে এই ফল ফললো । fan “———The dear pledge Of dalliance had with thee in heaven, and joys Then sweet, now sad to mention through due change Befallen us, unkoreseen unthought of-"