পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দীনবন্ধু-গ্রন্থাবলী حاج পাগলির পেটেও তোমার জন্ম হয়েছিল—কাপড়ডায় ফালা দিলে কেমন করে, তবে বোধ করি গায়েও ছড় গিয়াছে— আহা ! মার আমার রক্তকমলের মত রং, একটু ছড় লেগেছে যেন রক্ত ফুটে বেরোচ্চে। তুমি মা আর অন্ধকার সিড়ি দিয়ে অমন কর্যে যাওয়া আসা করে না । সৈরিন্ধীর প্রবেশ সৈরি। আয় ছোটবউ ঘাটে যাই । সাবি । যাও মা, দুই যায়ে এই বেলা বেলা থাকতে২ গা ধুয়ে এস। সকলের প্রস্থান