পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৪৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দীনবন্ধু-গ্রন্থাবলী ه لا নদে । লুক্য়ে ? হেম । না, সিদ্ধেশ্বরের স্বচরিত্র বলে ললিতের সঙ্গে যেতে পেয়েছিল । নদে। এবারে এক্সচেঞ্জ থেকে একখান স্বচরিত্র কিনে আনবে, গায় দিয়ে লোকের বাড়ীর ভিতর যাব। হেম । তার দাম বড় । মদে । কত ? হেম । গোজন্ম পরিত্যাগ । নদে। ঠিক বলিচিস—আমাদের যে নাম বেরয়েছে, আমাদের দেখে বেশ্বারাও ঘোমটা দেয় । মাগ মরে অবধি গৃহস্থের মেয়ের মুখ দেখি নি, কি ঝিউড়ি, কি বউ। তোমার মাগটি কেঁচে কনেবউ হয়েছেন, আমায় দেখলে আদহাত ঘোমটা দেন । হেম । আমি বলে দিইচি, তোমার সঙ্গে আবার কথ। কইবে । মাও ভৎসনা করেছেন । নদে । মামী মামার কুনকী হাতী ছিলেন তা জানিস তো ? হেম । কুচ্ছ কথা নিয়ে তোর যত আমোদ, তুই ক্রমে ক্রমে ভারি বেয়াড় হয়ে যাচ্চিস । ও সব কথা ভাল লাগে না । নদে। তবে যে বড় দেখাতে চাচ্চিস ? হেম। আমার স্ত্রীর কাছে সে বসে থাকবে, সেই সময় দেখাব, তাতে আমি দোষ ভাবি নে । নদে । চিরজীবী হয়ে থাক, তোমার কল্যাণে আজ খেমটির নাচ দেব, মদের শ্রাদ্ধ করব। হেম । বেশ কথা । শ্ৰীনাথের প্রবেশ মামা যে | নদে । সরকারি মামা ।