পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৪৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

औोलॉयडौं S} ঐীন । তবে তোমার পিসীর ছেলেদের ডাক । নদে। রাগ কর কেন বাবা ? শ্ৰীন । অমৃতং বালভাষিতং—আর একবার বলে। হেম । মামা বসে । ঐীন । তোমার মাম। কোথায় ? হেম । কলকাতায় গেছেন। নদে । মামা, কিছু খাবে ? ঐীন। কি আছে ? নদে । যা চাবে, আমার এমন মামার বাড়ী না । ঐন । মামার বাড়ীই বটে । হেম । কি খাবে ? ঐীন । তারিপ । হেম । কি রসিকতাই শিখেছ বলিহারি যাই । সিদ্ধেশ্বর এবং ললিতমোহনের প্রবেশ ললি । এস মামা বাড়ী যাই । নদে । সিদ্ধেশ্বর বাবু, বসে জাত যাবে ন—ললিত বাবু, এত ব্যস্ত কেন, এখানে মেয়ে মানুষ নাই। ললি । বেলা যে যায়। (উপবেশন । ) সিদ্ধে । সময় আর স্রোত কারে জন্তে দাড়ায় না । স্ত্রন । আর নারীর যৌবন । নদে । আর রেলওয়ের গাড়ী । ঞ্জনা । যাও যমের বাড়ী । হেম । কেন, ঠিক বলেচে—আমি সেদিন হাসফাস করে দৌড়ে ষ্টেসনে গেলেম, আর পে করে গাড়ী বেরয়ে গেল । ললি । যেমন কালিদাস তেমনি মঞ্জিনাথ । সিদ্ধে। চমৎকার টিপ্পনী ?