পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৪৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$ ९ দীনবন্ধু-গ্রন্থাবলী নদে। টিপনি কি ? ঐীন । অস্তুর টিপনি—খাবে। নদে । তুমি ত বিদ্বান সেই ভাল । ললি । চল সিধু। নদে । বসুন না মহাশয়—তামাক দে রে । শ্রীন । কার জন্তে ? নদে। বাবুদের জন্তে । ললি। মামা ওঁর জন্তে হতে কি দোষ ? শ্ৰীন । নিজের জন্তে হলে বলতেন, গাজা দে রে । নদে । আমি ইষ্টি ঠাকুরের পায় হাত দিয়ে দিবিব কত্তে পারি, গাজ। ছেড়ে দিইচি । শ্ৰীন । চাবুক ? হেম । সে যে দিন মদে নেশা না হয়, রোজ ত নয় । সিদ্ধে । মাণিক। শ্ৰীন মাণিকজোড় । ( হেমৰ্চাদের এবং নদেরচাদের দাড়ি ধরিয়া স্বরের সহিত । ) কোথায় মা ওলাবিবি বেউলা রাষ্ট্রীর মেয়ে, কানাই বলাই নাচে একবার দেখ চেয়ে, ওমা একবার দেখ চেয়ে | নৃদে ৷ শ্ৰীনাথ বাবু, তুমি বড় বাড়াবাড়ি কচ্চো—আমরা ছোটলোকের ছেলে নই—তোমার ঠাট্ট বুঝতে পারি—সত্যি সত্যি ঘাসের বিচি খাই নে । ঐন । বাপ রে, বিচি কি তোমরা হতে দাও । হেম । নদেরচাদ তুই থাক না, আমি এবার শ্বশুরবাড়ী গিয়ে ওঁর চালাকি বার করবো । শ্ৰীন । সিধু বাবু, এবারকার কাৰ্ত্তিকে ঝটুকায় ঐীরামপুরের সব দাড়কাকগুনে মরে গেছে। সিদ্ধে। সব কি মরেছে ?