পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অঙ্ক প্রথম গর্ভাঙ্ক বেগুণবেড়ের কুটির গুদামঘর তোরাপ ও আর চারি জন রাইয়ত উপবিষ্ট তোরাপ। ম্যারে ক্যান ফ্যালায় না, মুই নেমোখ্যারামি কত্তি পারবো না—ঝে বড়বাবুর জন্তি জাত বাচেচে, ঝার হিল্লেয় বসতি কত্তি নেগিচি, ঝে বড়বাবু হাল গোরু বেচুয়ে নে ব্যাড়াচ্চে, মিত্যে সাক্ষী দিয়ে সেই বড়বাবুর বাপকে কয়েদ করে দেব ? মুই তো কখনুই পারবে না—জান কবুল। প্রথম রাষ্ট । কুঁদির মুখি বাক্ থাকবে না, শ্যামর্চাদের ঠ্যাল বড় ঠ্যালা। মোদের চকি কি আর চামড়া নেই, না মোরা বড়বাবুর মুন খাই নি—তা করবো কি, সাক্ষী না দিলি যে আস্ত রাখে না—উট সাহেব মোর বুকি দেড়য়ে উটেলো— ছাদিনি অ্যাকন তবাদি অক্ত ঝোজানি দিয়ে পড়চে–গোডার পা যান বলদে গোরুর খুর। দ্বিতীয় । প্যারেকের খোচা—সাহেবেরা যে প্যারেকমার জুতো পরে জানিস নে ? - তোরাপ । ( দস্ত কিড়মিড় করিয়া ) ভূত্তোর প্যার্যেকের মার প্যাট কর্যে, লে দেখে গাডা মোর বাকি মেরে ওটুচে । উ: কি বলবে, সমিন্দিরি অ্যাকবার ভাতারমারির মাটে পাই, এমনি থাপ্পোর বাকি, সমিন্দির চাবালিডে আসমানে উড়য়ে দেই, ওর গ্যাড়ম্যাড় করা হের ভেতর দে বার করি। তৃতীয়। মুই টিকিরি—জোন খাটে খাই। মুই কত্তা