পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৪৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লীলাবতী $4 নদে। ললিত বাবুদের আনতে বল । হেম । মাম। একবার এস, ললিত বাবুদের নিয়ে এস। শ্ৰীনাথ, ললিত এবং সিদ্ধেশ্বরের পুনঃপ্রবেশ । বাবা, আঁদারে ঠিল মার, উতোর শুনে যাও । নদে। বাচুর ন পানালে হ্রদ পেতে কোথা ? শ্ৰীনা । ( বামহস্ততলে দক্ষিণ হস্তের কমুটি রাখিয়া দক্ষিণ হস্ত বক্র করিয়া ) বগ দেখেচ ? [ শ্ৰীনাথ, ললিত এবং সিদ্ধেশ্বরের প্রস্থান । হেম । ভায়া, মুক্তিমণ্ডপে চলে, গুলি খাওয়া যাক । নদে । চাবুক কস্তে হবে । [ প্ৰস্থান । দ্বিতীয় গর্ভাস্ক শ্রীরামপুর । হেমৰ্চাদের শয়নঘর হেমচাদের প্রবেশ । হেম। রাক্ষুসী—পেত্নী—উননমুখী—বেরালখাগী ! এত করে বল্যেম, বলি বাপের বাড়ী যাচ্চো নদেরটাদেরে এক দিন দেখয়ো—তা বলেন “অমন সৰ্ব্বনেশে কথা বল না”—আবার কঁদিলেন। বলেন সে “সতীত্বের শ্বেতপদ্ম”—সতীত্বের ধবল। ংস্কৃত পড়েছেন—আঁস্তাকুড় বাট দিয়েছেন । বলেন “সে সরমকুমারী”—সরম কুকুরী—“পুরুষের স্বমুখে লজ্জায় কথা কয় না”—সিধুবাবু আমার মেয়েমানুষ । হাজার টাকা দিলেম তার পর বল্যেম ; ভালেম মন নরম হয়েছে—ওমা একেবারে আগুন, বলেন “মা’রে গিয়ে বলে দিই”—ম আমায় গঙ্গাপার করে দেবে বলেন “এতে অামার সতীত্বে কলঙ্ক হবে”—