পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৪৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লীলাবর্তী »ፃ হেম । তোমায় একটা সুসমাচার দিতে এলেম.। শার। কার বুঝি সৰ্ব্বনাশ হয়েছে ? হেম । তুমি দেখাতে পারবে না ? শার । উঃ পোড়ার দশা আর কি—আমন কর তো ঠাকুরুণের কাছে বলে দেব। হেম । ঠাকুরুণ তোমার দিকে না আমার দিকে ? নদেরচাদের স্বমুখে ঘোমটা দিয়ে কেমন লাঞ্ছনা জান তো ? শার । তোমার এই সমাচার না অার কিছু অাছে ? হেম । ঘোড়ায় চড়ে এলে না কি ? শার। স্ত্রীর সঙ্গে কি এইরূপ আলাপ করে ? ভাল কথা কি তোমার মুখে নাই। হেম । স্বামীর মনের মত হতে, ভাল কথা শুনতে । শার। কি কল্যে মনের মত হয়, তাই বলে, করি । হেম । কথা শুনলে । শার। আমি কি অবাধ্য ? হেম । ( মেজের উপর একটি প্রচণ্ড মুষ্টাঘাত করিয়া ) এক শ বার । শার। ( চমকে উঠিয়া ) কিসে ? হেম । তুমি আমার অবাধ্য, মার অবাধ্য, মাসীর অবাধ্য। শার। ওমা ! সে কি কথা, শুনে যে আমার হৃৎকম্প হয়। আমি বউমানুষ, সাতেও নাই, পাচেও নাই, যিনি যা বলেন তাই শুনি । হেম । শোন বই কি ? শার । কেন তারা ত অামার নিনো করেন না । হেম । তোমার সাক্ষাতে করবে ? শার । তোমার পায় পড়ি, আমার মাথা খাও, বলে, আমি কি নিন্দের কাজ করিচি—আর দগ্ধে মেরে না, আমার গা কাপচে ।