পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৪৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লীলাবতী $3 হেম । সিদ্ধেশ্বরের সিদ্ধেশ্বরী তোমাদের ললিতের সঙ্গে কথা কইলে কেমন করে ? শার। তার স্বামী তাকে ভাল বাসে, তার স্বামীর ৰন্ধু, তাই সে কথা কয়েছে। হেম । নদেরচাদ বুঝি তোমার স্বামীর বোনাই ? এ যে স্বামীর ভাই, বন্ধুর বাবা । শার। ভাই কি বোনাই তা তুমিই জান । হেম । বা রসকে—সিধু বাবুর সঙ্গে কথা কবে ? শার। আমি সিছ নিছ চাই নে, আমি যে বিহু পেইচি সেই ভাল । হেম । সে যে বেহ্ম সমাজ করেছে বিন্ধি হবে ? শার । আমি তোমাকে বারস্বার বলিচি, আমি তোমার পায় ধরে বিনতি করিচি, ধৰ্ম্মের কথা নিয়ে ঠাট্ট তামাসা কর না কিন্তু আমার অন্তঃকরণে ব্যথা দেওয়াই তোমার মানস, তুমি যখন তখন এইরূপ উপহাস কর—সিদ্ধেশ্বর বাবু ব্রাহ্ম সমাজ করেছেন, তার স্ত্রী ব্রাহ্মিক হয়েছেন, এটা নিন্দার কথা না সুখ্যাতির কথা ? হেম । সুখ্যাতির কথা হলে তাকে লোকে একঘরে করতে না । শার । যার একঘরে করেছে তারাই বলে সিদ্ধেশ্বরের মত জিতেন্দ্রিয়, ধাৰ্ম্মিক, পরোপকারী এখানে আর নাই, আর তোমাদের লোকে যা বলে তা শুনে আমি কেবল নির্জনে বসে কাদি। ব্রাহ্ম ধর্মের যত পুস্তক, আমার কাছে সকলি আছে, তুমি যদি শোনো আমি তোমার কাছে বসে পড়ি । সিদ্ধেশ্বর বাবুর স্ত্রী তার নিকটে কত পুস্তক পড়েন, আমার কি সাধ করে না তোমার কাছে বসে পড়ি ? হেম । কেন মিছে জালাতন কর মেয়ে মানষের পড়া