পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৪৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

는* দীনবন্ধু-গ্রন্থাবলী শুনোয় কাজ কি, ধৰ্ম্মেতেই বা কাজ কি ?—রাদো বাড়ে খাও ব্যস। শার। তুমি একখানি পুস্তক পড়ে, ভাল না লাগে আর পড়ে না । 疇 * হেম । যার নাম ভাল লাগে না, তা কখন পড়তে ভাল লাগে ? শার। আমি তোমাকে ব্রাহ্মধর্মের সব পুস্তক পড়াবে, আমি তোমাকে ব্রাহ্ম করবে, আমি তোমাকে কুপথে যেতে দেব না—আমি তোমার স্ত্রী, দেখি দিখি আমার অনুরোধ তুমি কেমন করে অবহেলা কর— হেম । হে, হে, হে, পাদরি সাহেব এয়েছেন—আমাকে খ্ৰীষ্টান কচ্চেন—আমাকে আলোয় নিয়ে চল্যেন—দেখ যেন অালো আঁধারি লাগে ন-নদেরচাদ যে বলে “হেমাকে হেমার মাগই খারাপ কল্যে,” তা বড় মিছে নয়। শার । আমার মরণ হয় তো বাচি । হেম । রাগ হলো না কি ? বাবা রে । চকু যে জলচে । শার। আমি কার উপর রাগ করবো । হেম । তোমাকে একটা ভাল কথা বলতে এলেম । শার। আর তোমার ভাল কথা বলতে হবে না । হেম । তবে একটা মন্দ কথা বলি । শার। যে চিরতুঃখিনী তার ভালই বা কি আর মন্দই বা কি ? হেম । আমার কথা শুনলে না, অামাকে অপমান কল্যে, আচ্ছা আমি বাইরে চল্যেম । ( যাইতে অগ্রসর ) শার । ( হেমৰ্চাদের হস্ত ধরিয়া । ) যা বলতে হয় বলে, রাগ করে আমার মাথা খেয়ে না । হেম। দেখাতে পারবে না ?