পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৪৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লীলাবতী ২১ শার । তোমার পায় পড়ি, ভাল কথা বলে—যে কথায় আমি মনে ব্যথা পাই সে কথা কি তোমার বলা উচিত ! হেম । সিদ্ধেশ্বরের সঙ্গে কথা কয়েচে ? শার । কয়েচে । হেম । কঁাচলি ছিল ? শার । ছিল । হেম । এই বুঝি তোমার “সর্তীত্বের শ্বেতপদ্ম” ? শার। তারা চিরকাল পশ্চিমে ছিল, তাই কঁাচলি পরে— তার মা পরেচে বন পরেচে, তাই সে পরে, তাতে দোষটা কি ? সে তো আর শুধু কাচলি গায় দিয়ে লোকের স্বমুখে আসে নি, যে তার নিন্দে করবে। হেম । আর কি ছিল ? শার । তার পায় কালে রেশমি মোজা ছিল, গায় কঁাচলি ছিল, একটি সাটিনের চোস্ত লম্বা কুরুতি ছিল, তার উপরে বারাণসী শাড়ী পরা ছিল । হেম । কি বাহার 1 নদেরটাদের সার্থক জীবন । শার ; পোড়াকপাল আর কি—গৃহস্থের মেয়েকে আমন করে বলতে নাই । সেও এক জনের মেয়ে, সেও এক জনের ভগ্নী—পরের মেয়ে পরের ভগ্নীকে আপনার মেয়ে আপনার ভগ্নীর মত দেখতে হয় । গৃহস্থের মেয়ের কথা নিয়ে কোন ভদ্র লোকে রঙ্গ করে থাকে বল দেখি । হেম । পুরুতঠাকুরুণ, চুপ করুন, দই আসচে—মুবচনীর কথা ঢের শুনিচি, তোমার আর বুড়ো বাদরকে নাচন শেখাতে হবে না— - শার। কোন শালী আর তোমার সঙ্গে কথা কইবে । হেম । দোষ করবেন, অঁারে চকু রাঙ্গাবেন । শার। আমি কোন বাদীর বঁাদী যে তোমায় চকু রাঙ্গাবো । *