পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৪৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१९ দীনবন্ধু-গ্ৰস্থাবলী হেম । কেন তোমার নাম করে যদি কেউ আমার সার্থক জীবন বলে তা হলে কি তোমার মুখখানি আমি আগুনের মুড়োর মত হয় ? শার । অামি যে তোমার মাগ । হেম । সে বুঝি নদেরচাদের পিসী । শার । সে নদেরচাদের পিসী হতে যাবে কেন ? সে গৃহস্থের মেয়ে । হেম । তবে বলবো ? শার । বলে। কান পেতে আছি, বধির হই নি । হেম । বধের কি গেt ? শার । কাল হই নি । হেম । সংস্কৃত বলেচ—দাশরথি হয়েচ—চুপ করিচি, ছড়া কাটাও গো অধিকারী মহাশয় ।—বাজে খরচ ছেড়ে দাও, যা করেছ সে কালে করেছ—বধ ফধ এখানে বলে না গায় পয়জারের বাড়ি পড়ে । পুরুষজ্যাটা সওয়া যায়, মেয়েজ্যাট বড় বালাই । শার। আর ব্যাক্খান কর না, তোমার পায় পড়িচি, আমি আর ভাল কথা কব না আজ অবধি অঙ্গীকার করলেম । হেম । ফঙ্গীকার কি গো ? শার । তুমি কি বলচিলে বলে। আমি শুনে যাই । হেম । তুমি দেখালে না, কিন্তু নদেরচাদ আর এক ফিকিরে দেখবে । শার । এ আর তাতির বাড়ী নয়। হেম । দেখবে, দেখবে, দেখবে। শার । কখন না, কখন না, কখন না। হেম । শোন তবে বলি আমি কথাটি মজার, নদেরটাজের সঙ্গে সম্বন্ধ তাহার ; তোমার লয়ের বাপ করেছেন পণ, জামাই লৰেন বেছে কুলীননান ।