পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৪৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লীলাবতী २ॐ রাগ করি, বাদামুবাদ করি, কিন্তু কখন স্বামীকে মন্দ কথা বলি না । দেখ বন, যখন নিতান্ত অসহ্য হয় নির্জনে বসে কাদি আর একাগ্রচিত্তে পরমেশ্বরের কাছে প্রার্থনা করি, অামার স্বামীর ধৰ্ম্মে মতি হক আর কুসংসর্গ গিয়ে সৎসঙ্গ হক। রাজ । বন, আমিও সৰ্ব্বশুভদাতা দয়ানিধান পরমেশ্বরের নিকটে প্রার্থনা করি, তোমার স্বামী তোমাকে পরম সুখী করুন । শার । যদি নদেরচাদ আমার স্বামীকে এক মাস ছেড়ে দেয়, আর সেই এক মাস তিনি সিদ্ধেশ্বর বাবুর সমাজভুক্ত হয়ে থাকেন, তা হলে আমার স্বামীর সকল দোষ দূর হয়ে যায় । আমার স্বামীর অন্তঃকরণ নীরস নয়, তিনি হাবুলার মত অনেক কাজ করেন বটে, কিন্তু নিষ্ঠুরের মত কোন কাজ করেন না । রাজ। দিদি, তুমি যার স্ত্রী তার চরিত্র সংশোধন কত্তে কদিন লাগে । ললিতবাবু বলেন শারদাসুন্দরীর মত স্থলেখক হল্লভ, শারদাসুন্দরীর মত ধৰ্ম্মপরায়ণ দৃষ্টিগোচর হয় না। তুমি হতাশ হয়ে না, পরমেশ্বর তোমাকে অবশুই মুখী করবেন। শার । সে আমার আকাশকুসুম বোধ হয়। আমি এলেম লীলাবতীর কথা বলতে তা আপনার কথায় দিন কাটালেম । সিদ্ধেশ্বর বাবুকে একবার কাশীপুর যেতে বলে, যাতে এ সম্বন্ধ না ঘটে তাই করে আসুন । রাজ। তিনি এখনি আসবেন, ললিতবাবুর আসবের কথা অাছে । শার । আমি এই বেলা যাই । রাজ । কেন আমার স্বামীর সুমুখে বার হতে তোমার কি ভয় হয়, না লজ্জা হয় ? শার । সিদ্ধেশ্বর বাবুর যে বিশুদ্ধ স্বভাব র্তার স্বমুখে যেতে ভয়ও হয় না, লজ্জাও হয় না।