পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৪৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লীলাবতী لاخ সিদ্ধে। দুঃখ কি ? সম্বন্ধ হলেই যদি বিয়ে হতো, ত৷ হলে রাজলক্ষ্মী অামার রাজলক্ষ্মী হতেন না । রাজ । ললিতবাবু, আপনারা কি এমন বিয়ে দিতে দেবেন ? ললি । কেহ কি সুরভি নবীন পদ্ম অনলশিখায় আহুতি দেয় ? সম্বন্ধ হক, লগ্নপত্র হক, পাত্র সভাস্থ হক, তথাপি এ বিয়ে হতে দেব না । . রাজ। পাত্র সভাস্থ হলে কি হবে ? সিদ্ধে । শিশুপাল বধ । ললি । সিধু, নদেরচাদের কোলান্তে কোন দোষ আছে কি না সেইটি বিশেষ করে অনুসন্ধান কত্তে হবে ; কারণ কোলান্তে যদি দোষ না থাকে কৰ্ত্তার অমত করা নিতাস্ত কঠিন হয়ে উঠবে । সিদ্ধে । কৰ্ত্ত কি নদেরচাদের চরিত্রের কথা অবগত নন—যে কন্যাকে বিষ খাওয়ান আবশ্যক তাকেও এমন পাত্রে দেওয়া যায় না । রাজ । বিমাতা সতীনঝিকেও এমন পাত্রে দিতে পারে F{ } r ললি । কুসংস্কারান্ধ ব্যক্তির হৃদয় বিমাতার . হৃদয় অপেক্ষাও নিষ্ঠুর । রাজ । লীলাবতীর কপালে এই ছিল—পরিণয়ের স্থষ্টি কি অবলার সরল মনে ব্যথা দিবার জন্য ? - ললি । সুপবিত্র পরিণয়, অবনীতে সুধাময়, মুখ মন্দাকিনীর নিদান, মানব মানৰী দ্বয়, হৃদয়ের ৰিনিময়, । করিবার বিস্থিত বিধান । একাসনে জুই জন, যেন লক্ষ্মী নারায়ণ, ৰসে মুখে আনন্দ অস্তরে,