পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৪৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ গর্ভাঙ্ক কাশীপুর —হরবিলাস চট্টোপাধ্যায়ের বৈটকখান হরবিলাস এবং ঘটকের প্রবেশ । ঘট। কুলীনের চূড়ামণি—আপনার দোরে হাত বাধা হবে—বিক্রমপুরের ভূপাল বন্দ্যোপাধ্যায়ের নাম করে কত লোক বামন হয়ে গেছে—সেই ভূপালের পৌত্রে পুত্র প্রদান সামান্ত সম্মানের কথা নয়। শ্রীরামপুরের চৌধুরী মহাশয়ের কুবেরের ভাণ্ডার ব্যয় করে ভূপালের পুত্রকে এ দেশে এনে ভেঙ্গেছিলেন, তা কি মহাশয় জানেন না ? হর। প্রজাপতির নির্বন্ধ—সকলের প্রতিই কুললক্ষ্মীর কৃপা হয় না— শ্ৰীনাথের প্রবেশ । এমন ঘরে যদি কন্যা দান কত্তে পারি তবেই জীবন সার্থক । শ্ৰীনাথ, তোমরা অনর্থক আমাকে জ্বালাতন করচে । ছেলে লেখাপড় বিশেষরূপ শেখে নাই বলে ক্ষতি কি ?— ক্রন । হনুমানের হস্তে মুক্তার হার দিলেই বা ক্ষতি কি —ছেলটি কেবল মুর্থ নন, গুলি আহার করে থাকেন ; তার চরিত্রের অন্য পরিচয় কি দিব, চৌধুরী বাড়ীর মেয়ের তার স্বমুখে এক বার হয় না। যেমন মামা তেমনি ভাগ্নে । ঘট। এ কি মহাশয় । আপনার বাড়ীতে কি আমি অপমান হতে এসেছিলাম—ভোলানাথ চৌধুরীর নিন্দ । কুলীনের সন্তানের কুচ্ছ ? আবার তাই আপনার স্বসম্পৰ্কীয়ের দ্বারা ?—এই কি ভদ্রতা ? এই কি শীলতা ? এই কি অমায়িকতা ? এই কি লোকাচার ? এই কি দেশাচার ? এই কি সমাচার –