পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৪৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লীলাবতী ৩৭ শ্রীন । চাচার টা ছেড়ে দিলেন যে ? হর । শ্রীনাথ স্থির হও—আমায় জ্বালাচ্চে সেই ভাল, ঘটকচূড়ামণির অমৰ্য্যাদ কর না । শ্ৰীন। ঘট—কচু—ড়ামণি । ঘট । ( খ্রনাথের প্রতি ) আপনি কুলীনেব মৰ্য্যাদা জানেন ন—ভূপাল বন্দ্যোপাধ্যায়ের পৌত্র পড়তে পায় না— নদেরচাদ সোনার চাদ । শ্ৰীন । কচুবনের কালার্চাদ । ঘট । সে যে কুলধ্বজ । শ্রীন । কপিধ্বজ ! ঘট । কৌলীন্যরাশি । শ্রীন । পাকসাড়াশি । ঘট । সে যে সম্মানের শেষ । শ্রীন । গোবরগণেশ । হর । শ্রীনাথ তুমি এরূপ কল্যে অামি এখান থেকে উঠে যাব, আত্মহত্যা করবে।—তুমি কি লোকের সন্ত্রম রাখতে জান ন— শ্ৰীন । আপনি রাগ করবেন না, আমি চুপ কল্যেম। ঘট । শুধু চুপ, তোমার জিব কেটে ফেলা উচিত— কুলীনের নিন্দ নিপাতের মূল—যেমন মানুষ তেমনি থাক। বিধি । শ্রীন । মহাশয় কথা কইতে হলো—ওরে ঘটুকা, তোমায় আমি চিনি নে ? তুমি আমায় জান না ?—তোমার ঘটকালি লোকের কুলে কালি—রাজবাড়ীতে চলে, আচ্ছ। শেখান শেখাবো । ঘট । শ্রীনাথ বাবু বিরক্ত হবেন না—আমাদের ব্যবসা এই—চট্টোপাধ্যায় মহাশয় কুললক্ষ্মীর প্রিয় পুত্র, ওঁর অনুরোধে অনেক অনুসন্ধানে কুলীনচুড়ামণি ভূপাল বন্দ্যোপাধ্যায়ের