পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৪৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লীলাবতী \כס হর । ইয়ারকি, মোসায়েবি ধরণ । উনি আবার ছেলের নিন্দে করেন—কোন নেশা বা বাকি রেখেচেন ? ঘট। ভোলানাথ বাবু এক্ষণে কাশীতে আছেন, বিবাহের দিন স্থির করে রাখতে বলেচেন, তিনি বাড়ী এসেই শুভ কৰ্ম্ম নিম্পন্ন করবেন। হর। ভোলানাথ বাবু আর বিয়ে কল্যেন না—বয়স অল্প, বিয়ে করলে হান ছিল না। সস্তানের মধ্যে কেবল একটি মেয়ে বই ত নয় । বাপের নামটা রাখা উচিত ত বটে। ঘট। কি মনে ভেবে বিয়ে কচ্চেন না তা কেমন করে বলবো ? বড় মানষের বিচিত্র গতি । বোধ করি বিবাহিত স্ত্রী পুরাতন হলে পরিত্যাগ করা লোকতঃ ধৰ্ম্মতঃ বিরুদ্ধ বলেই বিয়ে কচ্চেন না । হর । অতুল ঐশ্বৰ্য্য যা করেন তাই শোভা পায়—রমণী বিগতযৌবন হলে—অর্থাৎ ত্বটি একটি সন্তান হলে, না হয় বাড়ীর ভিতর নাই যাবেন ; বড় মানষের মধ্যে এমন রীতি ত দেখা যাচে । * ঘট । এবারে পশ্চিম থেকে কি করে আসেন দেখা যাক । হর । বিবাহ তবে তিনি এলেই হবে ? ঘট । অণজ্ঞে হ! । হর। পাত্রটি দেখা আবশ্যক । কুলীনের ছেলে কাণ খোড়া না হলেই হলো । ঘট। নবপ্রথানুসারে পাত্র স্বয়ং পাত্রী দেখতে আসবেন, সেই সময় পাত্র দেখতে পাবেন । হর। ভালই ত—এ রীতি আমি মন্দ বলি না, যাকে লয়ে যাবজ্জীবন যাপন কত্তে হবে তাকে স্বচক্ষে দেখে লওয়াই ভাল। তাদের আসতে বলবেন—ভূপাল বন্দ্যোপাধ্যায়ের পৌত্রের আগমনে বাড়ী পবিত্র হবে । ঘট । যে আজ্ঞ ।