পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৪৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 * দীনবন্ধু-গ্রন্থাবলী হর। শ্ৰীনাথ যা কিছু বলেচে চৌধুরী মহাশয়ের না শোনেন । ঘট । তা কি আমি বলি, মহাভারত । আমি বিদায় হই ।

  • [ ঘটকের প্রস্থান । হর । আমার কেমন কপাল, কোন কৰ্ম্মই সৰ্ব্বাঙ্গসুন্দর হয় না । মনস্তাপে মনস্তাপে চিরকালটা দগ্ধ হলেম । ব্রাহ্মণী আমার লক্ষ্মী ছিলেন, তিনিও মলেন আমার তুর্দশাও আরম্ভ হলো—ৰ্তার সঙ্গে সঙ্গে জ্যেষ্ঠ কন্যাটিকে চুরি করে নিয়ে গেল, আহা মেয়ে তো নয় যেন সাক্ষাৎ গৌরী, তারা ত তারা । কাশীতে শিশুকাল অবধি সুখে কাটালেম, ব্রাহ্মণীর বিরহে সে সুখের বাস উঠে গেল । তাই না হয় পুত্রটি লয়ে দেশে এসে সুখে থাকি, বিষয় বিভবের অভাব নাই, তা কেমন দুরদৃষ্ট, অরবিন্দ আমায় ফাকি দিয়ে গেল, অরবিন্দের চাদমুখ মনে পড়লে আমার স্পন্দ রহিত হয় । আমি অরবিন্দকে ইংরাজি পড়তে দিলাম না, আপনার কুলধৰ্ম্ম শেখালেম, তেমনি সুশীল, তেমনি ধৰ্ম্মশীল হয়েছিলেন । তাতেই ত পাপের প্রায়শ্চিত্তের জন্য আত্মহত্য করলেন । কেনই বা সে কালসাপিনীকে ঘরে এনেছিলাম । তারি বা অপরাধ কেন দিই, আমার কৰ্ম্মান্তের ভোগ আমিই ভুগি। অরবিন্দ গোলোকধামে গমন করেচেন, আমায় প্রবোধ দিবার জন্য লোকে অজ্ঞাতবাস রটনা করে দিয়েচে । মাজিরা অামার সাক্ষাতে স্পষ্ট প্রকাশ করেছে অরবিন্দ বিশালাক্ষী দহে নিমগ্ন হয়েছেন । বাবার যেরূপ পিতৃভক্তি অজ্ঞাতবাসে থাকলে এত দিন আসতেন। দ্বাদশ বৎসর উত্তীর্ণ হয়েছে ।—অবশেষে লীলাবতীর বিবাহ দেব, তাতেও একটি ভাল পাত্র পেলেম না । লীলাবতী আমার স্বর্ণলতা, মাকে কুলীন কুমারে দান করে গৌরীদানের ফল লাভ করবো । ফুল যত সুন্দর হয়, যত সুগন্ধ হয়, যত নিৰ্ম্মল হয়, ততই দেবারাধনার উপযুক্ত ।