পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

రి: দীনবন্ধু-গ্ৰস্থাবলী দ্বিতীয় । নিতে আতাই একটা নচচে শুনিস্ নি । “জাত মাল্পে পাদরি ধরে । ভাত মাল্লে নীল বাদরে ॥” তোরাপ। এওল নচন নচেচে ; “জাত মাল্লে” কি ? “জাত মাল্পে পাদরি ধরে । ভাত মাল্লে নীল বাদরে ॥” চতুর্থ। হা ! মোর বাড়ী যে কি হতি নেগেচে তা কিছুই জানতি পাল্লাম না—মুই হলাম ভিনগার রেয়েত, মুই স্বরপুর আলাম কবে, তা, বস মশার সলায় পড়ে দাদন ঝ্যাড়ে ফ্যাললাম ? মোর কোলের ছেলেডার গা তেতো করেলে তাইতি বস মশার কাছে মিচুরি নির্তি অ্যাকবার স্বরপুর আয়েলাম । আহা কি দয়ার শরীল, কি চেহারার চটক, কি অরপুরুব রূপী দেখেলাম, বসে আছেন যান গজেন্দ্রগামিনী । তোরাপ। এবার ক কুড়ো ঢুক্য়েচে ? চতুর্থ। গ্যাল বার দশ কুড়ে করেলাম, তার দাম দিতি আদাখ্যাচড়া কল্লে—এবারে ১৫ বিঘের দাদন গতিয়েছে, ঝা বলচে তাই কচ্চি তবু তো ব্যাভ্ৰম কত্তি ছাড়ে না। প্রথম । মুই ছ বচ্ছের ধরে নাঙ্গল দিয়ে এক বন্দ জমি তোল্লাম, এই বারে যো হয়েলো, তিলির জন্তিাই জমিডে রেখেলাম, সে দিন ছোট সাহেব ঘোড়া চাপে অ্যাসে দেড়য়ে থেকে জমিডেয় মার্গ মারালে । চাসার কি আর বাচন আছে ? তোরাপ। এড কেবল আমিন সমিন্দির হিরভিতি । সাহেব কি সব জমির খবর নাকে । ঐ সমিন্দি সব টুড়ে বার করে দেয়। সমিন্দি যান হন্নে কুকুরের মত ঘুরে ব্যাড়ায়, ভাল জমিডে দ্যাখে, ওমনি সাহেবের মাগ মারে । সাহেবের তো ট্যাকার কমি নি, ওর তো আর মহাজন কত্তি হয় না,