পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৪৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দীনবন্ধু-গ্রন্থাবলী ه ه শার। শুনলেম ত বেশ, এখন উপায়—এখন শুধু নদেরচাদ ত নদেরচাদ নয়, এখন নদেরচাদের ম্যালা—এখন কন্দপ স্বয়ং এলেও তোমার কাছে নদেরচাদ । দাদার আসার আশায় জলাঞ্জলি পড়েচে, ললিতকে পুস্তিপুত্র করবের দিন স্থির হয়েচে–ললিত পুস্তিপুত্র হলেই ত তোমার হাতের বার হলো । লীলা। ললিত যে দিন বাবার পুস্থ্যিপুত্র হবে সেই দিন আমি সমরণে যাব । শার । কার সঙ্গে ? লীলা । আমার নবীন প্রণয়ের মৃতদেহের সঙ্গে । সই আমার মা নাই তা আমি এখন জানতে পাচ্চি । ( নয়নে অঞ্চল দিয়া রোদন ) শার। আমার মাতা খাও সই, তুমি আর কেঁদে না— তিনি দশটা পুষ্ঠ্যিপুত্র নেন তোমার ক্ষেতি হবে না যদি তিনি ললিতকে তোমায় দেন । বিষয় নিয়ে কি হবে সই ? লীলা । আমি বিষয়ে বঞ্চিত হবে বলে কাদি নে, আমি মার জন্তে কঁাদি, দাদার জন্তে কঁাদি, বাবার অবিচার দেখে কাদি । পরমেশ্বর করুন বাবার বিষয় দাদা এসে ভোগ করুন । বিষয়ের কথা কি বলচো সই, ললিতকে না দেখতে পেলে আমি স্বৰ্গভোগেও সুখী হবে না। শার । আমি ললিতকে একটি কথা জিজ্ঞাসা করবেী—কে আসচে । হেমৰ্চাঙ্গের প্রবেশ । শার । ( জনাস্তিকে লীলাবতীর প্রতি ) তুই যা । লীলা । ( জনাস্তিকে ) একটু থাকি । হেম । সই ঘোল খেলে তার কড়ি কই ? শার। দড়ি কিনেচে ।