পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৪৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

2ミ দীনবন্ধু-গ্রন্থাবলী শার। তুচ্ছ কত্তে পারেন, গলা টিপে মেরে ফেলতে পারেন ? হেম । তোমার বড় দিবিব তুমি যদি সত্যি করে না বলে, তোমায় কখন মেরেচি কি না— শার। গলায় হাত দিয়ে হুম্ হম করে মারকেই শুধু মার বলে না—কথায় মাত্তে পারা যায়—কাজেও মাত্তে পারা যায়— হেম । যে মেগের গায় হাত তোলে সে শালার বেটার শালা—সই মহাশয়, আমি শুয়োরমুখে ষগু নই, আমি লেখা পড়া শিখিচি— শার। গুলির আডডায় । হেম। কেন মুক্তিমণ্ডপ বলতে কি, তোমার মুখে ছাই পড়ে ? যা খুসি তাই বলচেন, ৰাপের বাড়ী এসে বাগের মাসী হয়েচেন— লীলা । হেমবাবু, আপনি কি আজ পথ ভুলে এ পথে এসেচেন, না সইকে ভাল বাসেন বলে এসেচেন ? হেম । পথ ভুলেও আসি নি, তোমার—আপনার সইকে ভাল বাসি বলেও আসি নি । লীলা । তবে কি দেখা দিতে এসেচেন ? হেম । দেখা দিতে আসি নি ; দেখতে এসেচি, দেখাতে এসেচি । লীল। দেখবেন কি ? হেম । লীলাবতী । লীলা । দেখাবেন কি ? হেম । নদেরচাদ । লীলাবতীর প্রস্থান । শার। তবে শুনেছিলুম যে মামাশ্বশুর বাড়ী না এলে দেখতে আসবে না।