পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৪৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লীলাবর্তী &é ভাল বাসেন, আমি তার ভয়েতে নদেরটাদের আডডায় প্রায় যাই নে । শার ৮ তবে কলকাতায় যাওয়া কেন ? হেম । আজকের দিনটে । অামি হোটেল থেকে ফিবে আসবে। শার । সিদ্ধেশ্বর বাবু তোমাকে এত ভাল বাসেন, তবে তিনি যে কৰ্ম্ম ঘৃণা করেন সে কৰ্ম্মে তুমি কেন যাও ? হেম। আমি কি মন্দ কৰ্ম্ম করচি ? শার । আমি তোমাকে আজ ছেড়ে দেব না । হেম । আচ্ছ। আমি দিব্বি কবে যাচ্চি বাত্রে কাশীপুরে ফিরে আসবে। যদি না আসি তুমি সিদ্ধেশ্বব বাবুকে চিটি লিখ । শার । অামি কি কারে কাছে তোমার নিন্দে করে থাকি ? হেম । তুমি নদেরচাদেব কত নিন্দে কর তা কি আমি মাসীর কাছে বলে দিই ? নোটখান দাও তা নইলে তারা আমাকে বড় অপমান করবে। শার । সেটি হবে না । হেম । তোমার স্বধৰ্ম্ম—মন্দ কথা না বল্যে তোমাব মন ওঠে না । শার । হাজার বলে। ভবি ভোলবার নয় । হেম । ভাল আপদে পড়িচি—দেরি হতে লাগলে । কাল তোমাকে আমি এ পঞ্চাশটে টাকা ফিরে দেব । শার । কার টাকা কারে দেবে ? হেম । দিতে হয় দাও তা নইলে এক কিলে তোমার বাক্স অামি লঙ্কাকাণ্ড করে ফেলি—হাবাতের অনেক দোষ । শার। কুবচন আমার অঙ্গের আভরণ, তোমার যা মনে লাগে তাই বলে, আমি রাগও করবে। ন টাকাও দেব না।