পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৪৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দীনবন্ধু-গ্রন্থাবলী به وی\ ললি । মন্দ নয়, ভোজনের আগে দক্ষিণ । সিদ্ধে। পাচ তোপ, শুভ লক্ষণ । শ্ৰীন । অকালের তাল বড় মিষ্টি । নদে । দেখলেন সিধু বাবু? আপনি মামাকে বলবেন, কার দোষ ? অামাকে ভদ্রলোকের বাড়ীতে মেয়ে মানষের সুমুখে যা খুসি তাই বল্যে তার পর এলোবিবি মার ; এর শোধ দেব—আমার গায় হাত । শ্রীন । তোমার পাতরে পাচ কিল । হেম । ( নদেরচাদের কাপড়ে কালি দেখিয়া) খুব হয়েছে, খুব হয়েছে ; পোড়ার বাদোর চেয়ে দেখ, চেয়ারে তেলকালি মাখয়ে রেখেছিল, তোমার চাদরে পিরাণে ধুতিতে লেগে গিয়েছে । নদে। লেগেছে আমারি লেগেছে, তোর কি ? তুই আমার সঙ্গে আর যদি কথা কস তোর বড় দিবিব । হেম । হু কোর খোলে তুর্গানাম লেখা, অমাবস্তায় শু্যামাপুঞ্জ, ভালুকে উল্লুকে জড়াজড়ি, দাড়কাকের মাতায় মক্‌মলের টুপি, আর ভায়ার গায় কালি, একই রূপ দেখতে ? নদে । আমাকে এমন করে ত্যক্ত কল্যে আমি কৰ্ত্তার কাছে বলে দেব—মেয়েও দেখবো না বিয়েও করবো না—দেখ দেখি আমার ভাল কাপড়গুলি সব কালিতে ভিজে গিয়েছে । আমি ভাবচি কলকাতা বেড়য়ে যাৰ । শ্রীন । কালিতে ভেজে নি । নদে। তবে কিসে ভিজেচে ? শ্রীন । তোমার ঘামে । নদে । আমার ঘাম বুঝি কালে ? শ্রীন । সব কালো জিনিসের রস কালে । নদে । পাকা জামের রস যে রাঙ্গ । ঐীন । ঠকিচি । ঐীলাখের প্রস্থান ।