পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৫০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

मैौनवकू-3शवजैौ 8وا চেড়াতে যায় না, এমনি একটি গরুটিকে মেয়ে দান কর, এখানে তোমার কথা কওয়া, এক . গায় টেকি পড়ে এক গায় মাথা ব্যথা । ললি । ( দাড়াইয়া ) নদেরচাদ তোমার সহিত বাদামুবাদ বাতাসে অসি প্রহার—তুমি আচার বিনয় বিদ্যা প্রতিষ্ঠা প্রভৃতি সদগুণে প্রতিষ্ঠিত কুলীনকুলের কজ্জল, তোমার নয়ন কি একেবারে চৰ্ম্মবিহীন হয়েছে ? তোমার হৃদয়ক্ষেত্র কি এতই নীরস যে সেখানে একটিও সৎবৃত্তি অঙ্কুরিত হয় নাই ? তোমার যদি স্থির চিত্তে চিন্তা করবের ক্ষমতা থাকে তবে একবার ভাব দেখি তোমার নৃশংস আচরণে কত কুলকামিনী কুলে জলাঞ্জলি দিয়েছে, কত ভদ্র সন্তান তোমার কুসংসর্গে লিপ্ত হয়ে একেবারে অধঃপাতে গিয়েছে, তোমার চাতুরীবলে কত গৃহস্থের সর্বস্বাস্ত হয়েচে, এইরূপ শত শত কদাচারে কলঙ্কিত হয়ে পবিত্র পুরস্ত্রীর সমীপবৰ্ত্তী হতে তোমার সঙ্কোচ বোধ হয় না ? তোমার এমনি শিষ্ট স্বভাব অন্ত পরের কথা কি বলবো তোমার আপনার ভগিনী ভাগিনেয়ী, ভাইজ ভাইঝি তোমায় দেখিবামাত্র ঘোমটা দেয় ; তোমার কি তাতে মনে ঘৃণা হয় না ?—তোমার পুর্বরমণীর মরণবৃত্তান্ত একবার স্মরণপথে আনয়ন কর দেখি—কি ভীষণ ব্যাপার | কামান্ধ পতির পশুবৎ ব্যবহারে নববিবাহিত বালিকা , ফুলশয্যায় শমনশয্যায় শয়ন করেছিল । যে হাতে নব বনিত হত্যা করেছ আবার সেই হাতে গৃহস্থবালা লতে চাও—সাধারণ ধৃষ্টতার লক্ষণ নয়। তুমি এমনি বিবেচনাশূন্য, তোমার মাসতুতো ভাইকে ভদ্রসমাজে অম্লান বদনে যৎকুৎসিত সম্পর্কবিরুদ্ধ গালাগালি দিলে—তুমি এমনি নিলজ যে বিশুদ্ধস্বভাব কুলকন্যার পরিণেতা হতে যাচ্চো তাকে সকলের সাক্ষাতে জলের মত জিজ্ঞাসা কল্যে বিদ্যাসুন্দর পড়েছে কি ন— শকুন্তলা, সীতার বনবাস, কাদম্বরী, মেঘনাদ বধ, ধৰ্ম্মনীতি,