পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৫০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লীলাবর্তী Woo. স্বশীলার উপাখ্যান তোমার মুখে এল না—তুমি পুরুত্বাধম, তোমার কৌলীক্ষেও ধিক, ঐশ্বৰ্য্যেও ধিক্‌, তোমার জীবনেও ধিক্ । - নদে, হেম । ( মেজ চাপড়াইয়া ) বেশ বেশ– হেম। আমরাও বক্তৃতা করবে।—নদেরচাদ তোর মনে আছে ত ? নদে। লেখা পড়া না জিজ্ঞাসা করলে চট্টোপাধ্যায় মহাশয় ভাববেন আমি লেখা পড়া জানি নে— শ্রীন । আচ্ছ, আমি লীলাকে আনচি । [ শ্রীনাথের প্রস্থান । নদে । সিধু বাবু একখান বইয়ের নাম করুন তো । , সিদ্ধে । “গুলি হাড়কালী” । শ্রীনাথ এবং লীলাবতীর প্রবেশ । নদে । আমি কোন বইয়ের নাম করলেই ললিতবাবু অামাকে এখনি আবার বাপান্ত করবেন । ললি । অামি আপনাকে বাপাস্ত করি নি । নদে । বাপাস্তের বোনাই করেচেন, আমায় যথোচিত অপমান করেচেন। সে ভালই করেচেন—শ্রীরামপুর হলে কত্তে পাত্তেন না—এখন আপনি মেয়ে মানুষটিকে বলুন ষে বই হয় একটু পড়ুন। লীলা । ( পুস্তক গ্রহণ করিয়া । ) “গ্রীস দেশের অন্তর্গত স্পার্ট নামক মহানগরে লিয়ানিদ নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন, তাহার কন্যার নাম চিলোনিস্। বিপত্তিসময়ে ঐ বাম প্রথমে পিতৃভক্তি পরে পতিভক্তির যে দৃষ্টান্ত প্রদর্শন করিয়াছিলেন, তাহ সাতিশয় আশ্চৰ্য্য, একারণ প্রথমে তাহার নাম উল্লিখিত হইল। একদা”— - নদে। আর পড়তে হবে না। 蔷