পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৫০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দীনবন্ধু-গ্রন্থাবলী ويوني সিদ্ধে। “রহস্য-সন্দর্ভ” নীতিগর্ভ পত্র বলে গণ্য— সম্পাদকীয় কাৰ্য্য অতি বিজ্ঞ লোকের হস্তে স্যস্ত হয়েছে । নদে । ওখানি কি রসকন্দপ ? গুড়গুড়ে লেখে বুঝি ? হেম । এখন আমরা বক্তৃতা করি । নদে । চট্টোপাধ্যায় মহাশয় এখনি আসবেন । সিদ্ধে। তার আসবের বিলম্ব আছে, আপনি বক্তৃতা করে বিদ্যার পরীক্ষা দেন । হেম । নদেরচাদ বিবাহ বিষয়ে বল । ললি । অতি বিহিত বিষয় প্রস্তাব করেচেন । নদে । যে আজ্ঞা ( গাত্রোথান ) আমি অধিক বলতে পারবো না । সিদ্ধে। যা পারেন তাই বলুন । ( নদেরচাদের অজ্ঞাতসারে শ্ৰীনাথ কর্তৃক নদেরটাদের চেয়ারখানি স্থানান্তরিত ) নদে । প্রিয়বন্ধুগণ—প্রিয়বন্ধুগণ এবং–প্রিয়বন্ধুগণ ও প্রেয়সী মেয়েমানুষ —অতএব এত বিদ্যাবিষয়ের হ্রদ পণ্ডিত পাটালির নিকটে—নিকটে—পাটালির নিকটে—অামার বক্তৃত করা কেবল হাসভাজা হওয়া—হাস্য-ভাজন । মৎসদৃশ ব্যক্তিগণের বক্তৃতা বিষম ব্যাপার—লগু ভণ্ড কাণ্ড উপস্থিত । বিষয় মনে থাকে যদি, কথা জোটে না, কথা জোটে যদি, বিষয় মনে থাকে না । সুতরাং কিঞ্চিৎ অনুগ্রহ করিয়া বক্তৃত৷ করিতে বাধ্য না হওয়া কাপুরুষের কাজ। আপনার যথাসাধ্য অধৈর্য্য সম্বল করে শুমুন । বিবাহ হয় এক কল্প বট, তার তলায় বসে যা চাও তাই পাওয়া যায় । বিবাহের অনুগ্রহে বংশরূপ শামাদানে ছেলেরূপ বাতি দিয়ে ঘর আলে। করে ফেলা যায়। আরো দেখুন—যদি আমি হতে পারি স্বাধীনতাতে বলতে এমন—দানেন ন ক্ষয়ং যাতি স্ত্রীরত্বং মহাধনং—যেহেতু রামছাগলের গলদেশের স্তনের ন্যায় বিফল ।