পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৫০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দীনবন্ধু-গ্রন্থাবলী صbوا\ তাহা বল্যেন। এক্ষণে আমার বক্তব্য এই মাতৃভাষায় চাষ না দিলে—ন দিলে, আমাদের ভাল চিহ্ন নয়—আমাদের আচার অর্থাৎ রীতি, নীতি, কামুন্দি, কখন ভাল হবে না। মাতৃভাষা না খেতে পেয়ে মরো মরো হয়েছেন, যথা সৰ্ব্বমত্যন্তগর্হিতং—অতএব হে ভ্রাতৃপদারবিন্দ ! এস আমরা মাতৃভাষাকে আহার দিই—চেয়ে দেখ, ঐ মাতৃভাষা দীন, হীন, ক্ষীণ, মলিন, পিচুটিনয়ন, কাঠকুড়ানীর মত রথের কাছে দাড়য়ে সে জন—চুল ঢুসনা হইয়া গিয়াছে, কৰ্ণ বধির হইয়া গিয়াছে, চক্ষু বসিয়া গিয়াছে, দন্ত বাহির হইয়া পড়িয়াছে, অঙ্গে খড়ি উড়িতেছে, হস্ত অবশ হইয়াছে, পদ মুচড়ে যাইতেছে। অশন নাই, বসন নাই, ভূষণ নাই হে ভ্রাতৃবীরেন্দ্র ! তোমরা আমার কথা অতুচ্ছ কর না । তোমরা মাতৃভাষাকে আহার দিতে চাও দাও কিন্তু দেখ যেন কর্কশ জিনিস দিয়ে তার গলা ছিড়ে দিও না—উপসের মুখে একটু— একটু মোলায়েম সামগ্রী নইলে খাওয়া যায় না। কতকগুনে পয়ারে বয়ার জুটে মাতৃভাষাকে দগ্ধে মারচেন। পয়ারে বয়ারদের পয়ার গয়ারের মত—কিন্তু সরল গয়ার নয়, গল৷ আঁচড়ে তোলা—র্তাদের ত্বরায় যক্ষ্মা হবে । র্তাদের পদ্যে এত রস র্তাদের পদ্য, পদ্য কি গদ্য, কেবল চোদয় জানা যায়। মাতৃভাষা স্বাধীনতার শোকে গলায় দড়ি দিয়ে সজনে গাছে ঝুলছিলেন, গলার গোড়ায় ধুক্‌ ধুক্‌ করিতেছিল, বিদ্যাসাগর বাবু—মহাশয়—র্তাকে অমৃত খাইয়ে সজীব করেছেন—অতএব হে দেশহিতৈষিণী সভ্যগণ । তোমাদের আমি “বিনয়পূৰ্ব্বক নমস্কার নিবেদনঞ্চ” করিয়া বলিতেছি তোমরা মাতৃভাষাকে বড় কর—মাতৃভাষা বড় হলে দেশের—দেশের—অনেক ভাল হবে । বিধবার বিয়ে হবে—রাস্ত ঘাটে ময়লা থাকবে না— গরুগণ অগণন তুষ্ক দান করবে—বৃক্ষ ফলবতী হইবে—ইন্দ্রদেব তোড়ের সহিত বারি বর্ষণ করবেন–জাতিভেদ উঠে যাবে—