পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৫১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ማ8 দীনবন্ধু-গ্রন্থাবলী র্তাহাদের বংশে এমন এমন কুলাঙ্গার জন্মগ্রহণ করেছে যে তাহার। ঐ সকল সদগুণের একটিকেও গ্রহণ করে নাই বরং অশেষবিধ অগুণের আধার হয়েছে, তাহার এক দেদীপ্য দৃষ্টাস্তস্থল বদান্ত ভূপাল বন্দ্যোপাধ্যায়ের পৌত্র নরাধম নদেরচাদ । সদগুণের অভাব দোষে কতক লোক সে কালে অকুলীন বলে চিহ্নিত হয়, কিন্তু কালক্রমে র্তাহাদের বংশে এমত এমত কুলতিলক জন্মেছে যে তাহাদের সদগুণে ভারতভূমি আলোকময় হয়েছে, তাহার এক মধুর দৃষ্টান্তস্থল ললিতমোহন । কৌলীন্ত আকৌলীন্য পরমেশ্বরদত্ত নহে । ধৰ্ম্মের সঙ্গে কৌলীন্য অকেীলন্তের কিছুমাত্র সংস্রব নাই । কুলীনে কন্যা দান করলে ধৰ্ম্ম বৃদ্ধি হয় না এবং অকুলীনে কন্য। দান করলে ধৰ্ম্মের হ্রাস হয় না । বল্লালসেন মহতের সম্মানের জন্য কুলীন শ্রেণী সংস্থাপন করেন, অসতের পূজা তার অভিপ্রায় ছিল না । তিনি ভ্রমবশতঃ কুলীন বংশজ নিকৃষ্ট নরাধমদিগের কৌলীন্য চু্যত এবং অকুলীন বংশজ. মহৎ লোককে কুলীনশ্রেণীস্থ করবের নিয়ম করেন নাই । সেই জন্যই আমাদের দেশে বিবাহ সংস্কার এত ঘৃণিত হয়ে উঠেছে, সেই জন্যই কত রূপগুণসম্পন্ন বালিকা মূখ কুলীনের হাতে পড়ে দুঃখে প্রাণ ত্যাগ কচ্চে, সেই জন্যই আপনার এমন লীলাবতী গণ্ডমূর্থ নদেরচাদের হাতে পড়চেন । স্ত্রীলোক স্বভাবতঃ লজ্জাশীল, বিশেষতঃ আপনার লীলাবতী । নচেৎ লীলাবতী আপনার পায় ধরে কেঁদে বলতেন “আমাকে সমুদ্রে নিক্ষেপ করে না, একবার অামার মাকে মনে করে আমার মুখ পানে চাও।” নদেরচাদ অতি পাষণ্ড, তার সঙ্গে লীলাবতীর বিবাহ শূকরের পায় মুক্ত পরানো । কোন মেয়ে তার কাছে বিবাহের সুখ লাভ কত্তে পারে না— তৃতী, প্রতি । সিদ্ধেশ্বর অতি উত্তম ছেলে, বিবাহ বিষয়ে যথার্থ কথাই বলেচেন ।

  • స:{^:: ##if:షససిఎడ: