পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৫১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লীলাবতী ግ6: হর । সিদ্ধেশ্বর বড় উত্তম ছেলে । যেমন চেহারা তেমনি চরিত্র, তেমনি বিদ্যা জন্মেছে। তৃতী, প্রতি । ললিত এবং সিদ্ধেশ্বর আজ কাল কলেজের চুড়াস্বরূপ । আপনি নদেরচাদ ছেড়ে দিয়ে ললিতের সঙ্গে লীলাবতীর বিয়ে দেন। শত জন্ম তপস্যা না করলে ললিতের মত জামাত পাওয়া যায় না ; ছেলে যার নাম । হর । তা কি আমি জানি নে, সেই জন্যই ত ললিতকে পুষিপুত্র করুচি—আপনারা যারে জামাই কত্তে বলচেন আমি তাকে পুত্র করচি, তবে ললিতের গুণ আমি অধিক গ্রহণ করিচি না আপনারা অধিক গ্রহণ করেচেন ? ললিতকে আমার সমুদায় বিষয়েব মালিক করব । শ্রীন । ললিতমোহন জ্ঞানবান, সে কি কখন পুষ্যিএড়ে হতে সম্মত হবে ? যাতে ফু দিকে তেরাত্রি শ্রাদ্ধ তা কি কোন বুদ্ধিমানে হতে চায়। অাব যার অন্তঃকৰণে কিছুমাত্র স্নেহরস আছে, সে কখন ঔরসজাত মেয়ে থাকতে পুষিা এড়ে গ্রহণ করে না । প্রথ, প্রতি । তবে পূৰ্ব্বপুরুষের নামগুলিন লুপ্ত হয়ে যাক। এক এক জন এক এক শয় । হর । আমি কারে সঙ্গে পরামর্শ করতে চাই না, আমি যা ভাল বুঝবো তাই করবো । পণ্ডি । ললিতেব সহিত বিবাহ যদ্যপি যুক্তিসিদ্ধ না হয় তবে অপর কোন সুপাত্র দেখে লীলাবতীর বিবাহ দেন, নদেরচাদট। নিতান্ত নরপ্রেত। হর । কিন্তু তার মত কুলীন পৃথিবীতে নাই। আপনার বাইরে যান আমি পণ্ডিত মহাশয়কে একটি কথা জিজ্ঞাসা করবো । [ হরবিলাস এবং পণ্ডিত ৰ্যতীত সকলের প্রস্থান । পণ্ডি । আমি আপনার কুলের খৰ্ব্বত হয় এমন কৰ্ম্ম